গাজীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত

0
293
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে বৃহস্পতিবার গাজীপুর ও টঙ্গীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলায় কালো ব্যাচ ধারণ, শোক র‌্যালি, প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা, কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়া জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, গাজীপুর সিটি করপোরেশন, আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে একটি শোক র‌্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গতাজ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

দুপুরে গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও গাজীপুর জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা, কোরআন খানি, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: আজমত উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো: জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা এডভোকেট মো: ওয়াজউদ্দিন মিয়া প্রমুখ।  অপরদিকে টঙ্গীর বিভিন্ন স্কুল, কলেজ ও টঙ্গী থানা আওয়ামী লীগের উদ্যোগে থানা আওয়ামীলীগ কার্যালয়ে ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বাষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডঃ আজমত উল্লা খান, থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here