মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন : নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট

0
273
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানীর মিরপুর ৭ রূপনগর থানার পেছনে চলন্তিকার মোড়ে বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের  ২০টি ইউনিট।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনের খবর পাওয়ার পরই মোট ১২টি ইউনিট পাঠানো হয়েছে। পরে আরও ৮টি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় সাত হাজার ঘর রয়েছে বস্তিটিতে। ভেতরে অনেক লোক আটকা পড়েছে বলেও জানান তারা।
এদিকে বাতাসের কারণে আগুন বহুতল ভবনের দিকে ছড়িয়ে পড়ছে। বস্তির পাশে গাড়ি চলাচলের জন্য কোনো রাস্তাও না থাকায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনের কারণ জানা যায়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here