শাহরাস্তিতে জলবায়ু প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘গণশুনানি’

0
205
728×90 Banner

দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি: জলবায়ু প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে জলবায়ু প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষ, স্থানীয় জনসাধারণ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে জলবায়ু বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর যৌথ উদ্যোগে ও জলবায়ু বিষয়ক জনঅংশগ্রহণ কমিটি (সিসিপি)’র সহযোগিতায় মঙ্গলবার শাহরাস্তি পৌরসভা প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়।
ইয়েস গ্রুপের সভাপতি রাজন চন্দ্র দাস ও গনি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল আহমেদ-এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, সনাকের সাবেক সভাপতি ও চাঁদপুর কন্ঠ পত্রিকার প্রধান সম্পাদক কাজী শাহাদাত।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ উল্যাহ চৌধুরী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম।
বিশেষ অতিথির বক্তব্যে পৃথক পৃথকভাবে বক্তারা বলেন, সরকার সকল উন্নয়নমূলক কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ তৈরি করেছে। বর্তমানে স্থানীয় পর্যায়ে সকল উন্নয়নমূলক কাজে সরকার জনগণের অংশগ্রহণের প্রতি অধিক গুরুত্ব দিচ্ছে। কারণ স্থানীয় পর্যায়ে যে উন্নয়ন কাজগুলো হবে তা জনগনের সম্পদ। বক্তরা বলেন, এলাকার উন্নয়ন করতে চাইলে স্থানীয় জনসাধারণকে এগিয়ে আসতে হবে। জনগণের অংশগ্রহণ না থাকলে যে কোন উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত হয় না। বক্তারা এসময় এমন একটি গণশুনানির আয়োজন করার জন্য সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মেহের ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সিকেডিএফ-এর সভাপতি মো. কবির আহমেদ মজুমদার। এসময় গণশুনানিতে উপস্থিত ছিলেন, সনাকের সহ-সভাপতি আব্দুল মালেক, জলবায়ু বিষয়ক অংশগ্রহণ কমিটির সদস্য মো. মজিবুর রহমান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, সম্পাদক মাসুদ রানা, মেহার ডিগ্রি কলেজের অধ্যাক্ষ মিজানুর রহমান, সুচীপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক মো. আবুল কালাম, শাহরাস্তি পৌরসভার সচিব শেখ তোফায়েল আহমেদ সহ উক্ত পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মাসুদ রানা শাহরাস্তি উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার জনসাধারণ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও কর্মচারীবৃন্দ ও সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ ও টিআইবির কর্মীবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here