ট্রেনের ছাদে ভ্রমণকারী শতাধিক যাত্রী তেজগাঁও স্টেশনে আটক

0
1078
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ ওভারব্রিজ যেন মরণ ফাঁদ, রেল পুলিশের তদারকি অকার্যকর বিপজ্জনক জেনেও জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পুলিশ ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তা কর্মীদের বাধার পরও অনেকেই ট্রেনের ছাদে ভ্রমণ করছে। রেলস্টেশনে মাঝে মাঝে মাইকে ঘোষণা দেয়া হচ্ছে বাম্পারে চেপে যাত্রা করবেন না। প্লাটফর্মে ‘ট্রেনের ছাদে, বাম্পারে ভ্রমণ করে জীবনের ঝুঁকি নিবেন না’ লেখা সম্বলিত বিলবোর্ডও সাঁটানো আছে। গতকাল মঙ্গলবার রেলওয়ে নিরাপত্তা বাহিনী তেজগাঁও ঢাকা স্টেশনে ট্রেনের ইঞ্জিনে ছাদে বাফারে ঝুকি নিয়ে চলাচলকারী শতাধিক যাত্রীকে আটক করে। অভিযান পরিচালনা করেন,রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর সালামত উল্লাহ এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন হাবিলদার খলিলুর রহমান, নায়েক মো:হাসিবুল হাসান প্রমুখ। আটককৃত যাত্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
জানাযায়,একটানা ২ /৩ দিনের ছুটির সময় এই ঝুঁকিপূর্ণ ভ্রমণ বেড়ে যায়। রেল লাইনের উপর ওভার ব্রিজ, বৈদ্যুতিক তার ও গাছের ডাল থাকায়, ছাদে উঠা যাত্রীরা দুর্ঘটনার শিকার হয়ে নিহত ও আহত হচ্ছে। তবে রেল পুলিশের দাবি, ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে রেল পুলিশ কাজ করছে।
রেল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কমলাপুর, তেজগাঁও, বিমানবন্দর, টঙ্গীসহ বিভিন্ন স্টেশনে প্রায়ই অভিযান চালানো হয়। যাত্রীরা স্টেশনের বাইরে গিয়ে সিগনালের কাছে বা যেখানে আস্তে আস্তে ট্রেন চলাচল করে সেখানে ছাদে উঠার চেষ্টা করে। আর ২ থেকে ৩ দিন টানা ছুটি হলে টিকিট না পেয়ে অনেকেই ছাদে উঠে।


সূত্র মতে, টানা ছুটির সময় বহু যাত্রী বা লোকাল ট্রেনের যাত্রীরা টিকিট না পেয়ে বা লম্বা লাইনের কারণে টিকিট সংগ্রহ করতে না পেরে দলবেধে ছাদে উঠে। ঝুঁকি নিয়ে ছাদে উঠার পর যেখানে রেল লাইনের উপর ওভারব্রিজ আছে সেখানে কাটা পড়ে বা আটকা পড়ে দুর্ঘটনার শিকার হয়।
সূত্র জানায়, ট্রেনে কাটা পড়া ঠেকাতে কমলাপুর, তেজগাঁও, টঙ্গীসহ বিভিন্ন স্টেশনে ট্রেন থামলে ছাদে থাকা লোকজনকে নামিয়ে আনা হয়। অনেক সময় তাদের জরিমানা করা হয়। এরপরও কিছুদূর গেলে আবার অনেকেই ছাদে উঠে।
সূত্র জানায়, সারাদেশে ২ হাজার ৮শ কিলোমিটার রেল পথ রয়েছে। একজন যাত্রী বলেন, লোকাল ট্রেনে বগি লাগানো হয় কম। সেখানে যাত্রী বেশি থাকলে ভেতরে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে ছাদে উঠে। ছাদে ছিনতাইকারী চক্র রয়েছে। এছাড়াও অজ্ঞান ও মলম পার্টির একাধিক গ্রুপ সক্রিয় রয়েছে। অপরাধীরা সাধারণ যাত্রীদের ব্যাগসহ অন্যান্য মালামাল লুট করে নেয়ার চেষ্টা করলে ছাদে মারপিটের ঘটনা ঘটে। ওই সময় কেউ কেউ ছাদ থেকে পড়ে মারা যায়। তাছাড়া লোকাল ট্রেনের টিকিট নিয়ে বিড়ম্বনার কারণে অনেকেই টিকিট না করে ছাদে উঠে।


রেললাইন থেকে ওভারব্রিজের উচ্চতা ১৫ ফিট ৩ ইঞ্চি এবং ট্রেনের উচ্চতা ১৩ ফিট ৬ ইঞ্চি। যার ফলে ট্রেনের ছাদে যাত্রীরা যখন বাধ্য হয়ে ভ্রমণ করে তখন ওভারব্রিজের রেলিং-এর সঙ্গে ধাক্কা লেগে মর্মান্তিক এই ঘটনাগুলো প্রায়ই ঘটে। তারা অবিলম্বে ওভারব্রিজের উচ্চতা বৃদ্ধির পরামর্শ দেন।
ট্রেনের ছাদে ভ্রমণ সম্পর্কে রেল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ট্রেনের ছাদে উঠা বিপদজনক। কমলাপুরে যাত্রীদের উঠতে দেয়া হয় না। কমলাপুরের বাইরে অন্যান্য স্টেশনে গেলে বেশি যাত্রী হলে ট্রেনে উঠে। এরপরও রেল পুলিশ ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তৎপর রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here