ঈদের আগে-পরে ৯২১ দূর্ঘটনায় ঝড়েছে ২১২ প্রাণ

0
286
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক:পবিত্র ঈদ উল আযহার আগে ও পরের ৩০ দিনে ৯২১টি সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে ২১২ জন। এছাড়া আহত হয়েছে ৭৪২ জন। এর পাশাপাশি রেল ও নৌপথে অতিরিক্ত যাত্রী বহন করার সময় ছাদ থেকে পড়ে আহত হয়েছে আরো ৮০ জন।
২৯ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টায় বাংলাদেশ শিশু কল্যান পরিষদ মিলনায়তনে দূর্ঘটনা ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় সেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড এর মহাসচিব শান্ত ফারজানা দূর্ঘটনা ও হতাহতের পরিসংখ্যান তুলে ধরেন।
কাথশিল্পী নাজমুল হক এর সভাপতিত্বে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী প্রমুখ।
বক্তারা বলেন, সেভ দ্য রোড ২০০৭ সাল থেকে ক্রমশ সড়ক-আকাশ-রেল ও নৌ পথকে নিরাপদ করার জন্য নিবেদিত থেকে কাজ করে আসছে। প্রতি বছর ঈদের আগে ও পরে এই বিষয়কে সামনে রেখে সচেতনতামূলক ক্যাম্পেইন, প্রতিবেদন পাঠ, সংবাদ সম্মেলন, মতবিনিময় সহ বিভিন্ন কর্মসূচী সামর্থনুযায়ী করে আসছে।
তারা বলেন, আমাদের মনিটরিং টিংম, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, হাইওয়ে পুলিশ ও বিভিন্ন জেলা উপজেলায় গঠিত সেভ দ্য রোড-এর শাখায় দায়িত্বপালনকারী সেচ্ছসেবিদের তথ্যর উপর ভিত্তি করে ঈদের আগে পরে ৩০ দিন দূর্ঘটনায় নিহতদের পরিসংখ্যান তৈরী করা হয়েছে।
এবার ঈদ-উল-আযহায় গরুর হাট ৪ দিন আগে করার সিদ্ধান্ত, ফুটপাত দখল করে গরুর হাট, বাজার বসানো সহ বিভিন্ন অসঙ্গতির কারনে পথ দূর্ঘটনা বেশি হয়েছে, ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেয়ায় নৌপথে কোন দূর্ঘটনা না ঘটলেও ছাদ থেকে পরে আহত হয়েছে ৪৪ জন। একই কারণে রেলের বগী থেকে পড়ে আহত হয়েছে ৩৬ জন। এবার ঈদ উল আযহার আগে ও পরের ৩০ দিন (২৭ জুলাই ২৭ আগস্ট)’র পথ দূর্ঘটনায় নিহত হয়েছে ২১২, আহত হয়েছে ৭৪২ আর দূর্ঘটনা ঘটেছে ৯২১।
বাংলাদেশে সড়কপথে দূর্ঘটনা না কমানোর জন্য রাজধানী ঢাকাসহ সারাদেশে গণপরিবহন সেক্টরে কেবলমাত্র প্রশাসনিক অদক্ষতাই নয়; দায়ী দুর্নীতি-অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারকে দায়ি করেন সেভ দ্যা রোড এর নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here