
ডেইলি গাজীপুর প্রতিবেদক: বুধবার যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আরমান হোসেন পলাশ ও প্রধান সংগঠক মোহাম্মদ শামসুদ্দীন সংবাদ মাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে বলেছেন এ সিদ্ধান্ত সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাবে।
তাঁরা বলেন, “যাত্রী ও পণ্য পরিবহনে খরচ বাড়বে। জীবনযাত্রার ব্যয় বেড়ে ধনী-দরিদ্রের ক্রমবর্ধমান ব্যবধান আরো বেড়ে যাবে, দেশে বেকারত্ব বাড়বে। চাঁদাবাজি, রাহাজানি, দুর্নীতির সীমাহীন মাত্রা আরো বেড়ে যাবে। এ গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। নচেৎ যাত্রী সাধারণ ও ভ্ক্তুভোগী জনগণের রুদ্ররোষ সামাল দিতে ব্যর্থ হবে, যার পরিণতি নৈরাজ্য ডেকে আনবে।”
তাঁরা বলেন, “যেকোন টোল আদায়ের পরিকল্পনার আগে বিদ্যমান দুর্নীতি থামালে রাষ্ট্র পরিচালনায় বাড়তি কোন খাজনা, টোল রাজস্ব বৃদ্ধির প্রয়োজন হবে না। দুর্নীতি থামাও, যাত্রী ও জনগণ বাঁচাও-এ দাবী আজ সকল দেশবাসীর।”






