
সাহানুর রহমান,রংপুর: রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে লাঙ্গল হাতে নির্বাচনী মাঠে নেমেছেন রাহগীর আল মাহি সাদ এরশাদ। দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও পথসভাতে অংশ নিচ্ছেন তিনি।
শুক্রবার দুপুরে রংপুর কেরামতিয়া মসজিদে জুম্মার নামাজ পড়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্য ও নিজের জন্য দোয়া চাইলেন পুত্র রাহগীর আল মাহী সাদ এরশাদ।
রাহগীর আল মাহী সাদ এরশাদ বলেন, বাবার অসমাপ্ত কাজ শেষ করার জন্যই আমি ভোটে নেমেছি,আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাবাকে আপনারা সবসময় সম্মানিত করেছেন। আপনারা রংপুরবাসী এক ছিলেন বলেই বাবার কবর দর্শনা পল্লীনিবাসে করা হয়েছে। আমি আমরা সবাই কৃতজ্ঞ।এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফী, সাংগঠনিক সম্পাদক মুনসি আব্দুল বারী।
উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃতুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে আগামী ৫ অক্টোবর ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশনের ২৫টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন।
এরশাদের ভাতিজা সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, বিএনপির রিটা রহমানসহ ছয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন।






