
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতা সফিকুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে র্যাব বাদী হয়ে ধানমন্ডি থানায় এই মামলা দুটি দায়ের করেন।
এদিকে, ধানমন্ডি থানা পুলিশ ধৃত শফিকুল আলম ফিরোজকে জিঞ্জাসাবাদ শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে প্রেরণ করেন। দুইটি মামলায় জিঞ্জাসাবাদের জন্য মোট ২০ দিনের রিমান্ডের আবেদন করেছেন পুলিশ। ধানমন্ডি থানায় দায়ের করা অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় দশ দিন করে বিশ দিনের রিমান্ড আবেদন করেন।
ডিএমপি ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ, র্যাব ও মামলা সুত্রে জানা যায়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালায় র্যাব। সেখান থেকে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল ইসলামসহ পাঁচজনকে আটক করে র্যাব। এসময় তার কাছ থেকে একটি অবৈধ পিস্তল ও কয়েকটি গুলি এবং হলুদ রংয়ের ইয়াবাসহ ক্যাসিনো খেলার সরঞ্জামাদি জব্দ করে র্যাব। পরে র্যাব সদস্যরা জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ধানমন্ডি থানায় হস্তান্তর করেন।
(ওসি) আব্দুল লতিফ বলেন, আজ শনিবার ভোর রাতের দিকে ফিরোজের বিরুদ্ধে দুটি আলাদা মামলা দায়ের করা হয়েছে। একটি অবৈধ অস্ত্র রাখার দায়ে অপরটি মাদক রাখায়। ওই মামলায় শফিককুর ইসলাম সহ বাকী চারজনকেও আসামী করা হয়েছে।
ডিএমপি ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধানমন্ডি থানায় অস্ত্র ও মাদক আইনে করা পৃথক দুই মামলায় শফিকুল আলমের বিরদ্ধে দশ দিন করে বিশ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
ধানমন্ডি থানার ডিউটি অফিসার কামরুন নাহার এসব তথ্য নিশ্চিত করে বলেন, অস্ত্র আইনে দায়ের হওয়া মামলাটির নম্বর ২০ ও মাদক আইনে দায়ের হওয়া মামলার নম্বর ২১।
এদিকে, র্যাব-২ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) আশিক বিল্লাহ জানান, অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন কয়েন, ৫৭২ প্যাকেট আমেরিকান গোল্ডেন কার্ড, বিদেশি একটি পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও হলুদ রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।






