
সাহানুর রহমান,রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর ক্যাম্পাসে সৌর স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর ২০১৯) প্রাথমিকভাবে বিশ^বিদ্যালয়ের প্রশাসন ভবন, ক্যাম্পাসের প্রবেশপথ, বিভিন্ন একাডেমিক ভবন, কেন্দ্রিয় লাইব্রেরি, শিক্ষার্থীদের হল, ক্যাফেটেরিয়া, ভাইস-চ্যান্সেলরের বাসভবন এবং শিক্ষক-কর্মকর্তা ডরমেটরির সম্মুখে সৌর স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও ক্যাম্পাসে সৌর স্ট্রিট লাইট স্থাপন প্রসঙ্গে বলেন, বিদ্যুৎ সাশ্রয়, নবায়ন যোগ্য এবং পরিবেশ বান্ধব শক্তির উৎস মানেই সৌর বিদ্যুৎ। এর ফলে ক্যাম্পাসে সান্ধ্যকালীন বিদ্যুৎ ব্যবস্থা বৃদ্ধি পেয়েছে এবং নিরাপত্তার ক্ষেত্রে নতুনত্ব সংযোজিত হয়েছে।






