এভিএমএ আস্থা নেই,প্রতিবাদ জানাতেই নির্বাচন করছি বিএনপি নেতা- দুলু

0
326
728×90 Banner

সাহানুর রহমান,রংপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক স¤পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার প্রহসনের নির্বাচন করছে। ইভিএম দিয়ে ভোট চুরির গ্রাউন্ড ওয়ার্ক করছে। ইভিএম এ আমাদের ন্যুনতম কোন আস্থা নেই। তবে সরকারের ভোট চুরির সিস্টেমের প্রতিবাদ এবং জনগনকে তা দেখিয়ে দেয়ার জন্যই আমরা রংপুর-৩ আসনের উপ নির্বাচনে অংশ নিচ্ছি। মহাজোট প্রার্থী আচরণবিধি লঙঘনের সকল সীমা ছাড়িয়ে গেলেও নির্বাচন কমিশন চুপচাপ।সোমবার বিকেল চার টায় রংপুর মহানগরীর কাচারী বাজার এলাকায় বিএনপি মনোনিত প্রার্থী রিটা রহমানের পক্ষে নির্বাচনী গনসংযোগ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী রিটা রহমান, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী ও জেলা সভানেত্রী সাবেক এমপি শাহিদার রহমান জোসনা, বিএনপির জেলা সভাপতি সাাইফুল ইসলাম, মহানগর সাধারণ স¤পাদক শহিদুল ইসলাম মিজু, সহ সভাপতি এ্যডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, সুলতানুল আলম বুলবুল, জেলা সাধারণ স¤পাদক সাইফুল ইসলাম, মহানগর যুগ্ম সাধারণ স¤পাদক আনিছুর রহমান লাকু, সাংগঠনিক স¤পাদক আব্দুস সালাম, মহিলা বিষয়ক স¤পাদক আরজানা সালেক, জেলা মহিলা দলের সাধারণ স¤পাদক শাহীন আখতার, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদল সভাপতি মাহফজু উন নবী ডন, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, সাধারণ স¤পাদক জাকারিয়া জিম প্রমুখ।বিএনপি নেতা দুল আরও বলেন, খালেদা জিয়াকে সরকার ভয়ে কারাবন্দি রেখেছে। কারণ খালেদা জিয়াকে মুক্তি দেয়া হলে দেশে গণঅভ্যুন্থান হবে। সেই অভ্যুন্থানে আওয়ামীলীগের কবর রচিত হয়ে বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পাবে। মানুষ স্বস্থিতে নি:শ্বাস নিতে পারবেন। মানুষের মৌলিক অধিকার ফিরে পাবে। তাই খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতেই সরকারের ভোট চুরির কৌশল দেখতে সিকল বাঁধা উপেক্ষা করে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আহবান জানান।এসময় বিএনপি প্রার্থী রিটা রহমান অভিযোগ করেন, এই ভোটে মহাজোট প্রার্থী আচরণবিধি লঙঘনের সকল সীমা ছাড়িয়ে গেছে। বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েও কোন সুরাহা পাই নি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তারা হাত-পা বাঁধা। প্রার্থীর অভিযোগ, আমাদের নেতাকর্মীদের নামে নতুন নতুন মামলা দেয়া হচ্ছে। তারা রাস্তায় বের হতে পারছেন না। হুমকি ধামকিদেয়াহচ্ছে। মহাজোটের পরীক্ষিত নেতাকর্মী প্রিজাইটিং ও পোলিং অফিসার নিয়োগ দেয়া হচ্ছে। কিভাবে ইভিএমএ ভোট চুরি করা যাবে। সেজন্য মহাজোটনেতাকর্মীদের ট্রেনিং দেয়া হচ্ছে। প্রসঙ্গত: গত ১৪ জুলাই রংপুর সদর ৩ আসনের এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর ১৬ জুলাই আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ অক্টোবর এই আসনে ভোট অনুষ্ঠিত হবে। এখানে বিএনপির রিটা রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার সহ ৬ জন প্রতিদ্বন্বিতা করছেন। রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন। এই আসনে ভোটকেন্দ্র ১৭৫টি, ভোটকক্ষ ১ হাজার ২৩টি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here