মান্না-ববি বা মাহীরা রাজনীতির প্রতারক : মোমিন মেহেদী

0
205
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মান্না-ববি বা মাহীরা রাজনীতির প্রতারক। বাংলাদেশে স্বাধীনতার ৪৮ বছরে জাসদ-বাসদ-বিকল্প-ঐক্য-আন্দোলনের নামে মানুষের সাথে এরা রাজনীতির নামে প্রতারণা করেছে। এদের কারণে আজ যখন তখন জোট, জোট খেলায় মাতে তারা, রাজনীতিকে করেছে দোকানে পরিণত। এই দোকানের ক্রেতা আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত ইসলাম। এই রাবনদের রাজনীতিকে না বলে লোভ মোহহীন নিরন্তর এগিয়ে যেতে হবে বাংলাদেশের রাজনীতিতে তৈরি নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনীতিকদেরকে।
প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত নতুনধারা বাংলাদেশ এনডিবির বিশেষ সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ২৩ সেপ্টেম্বর বিকেল ৪ টায় তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হক মেম্বার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার একরামুল হক গাজী লিটন, ভাইস চেয়ারম্যান মাহামুদ হাসান তাহের, এ্যাড. আলিমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here