শেরপুরে ছাত্র লীগ নেতা ভোলার ৩৩তম হত্যা দিবস পালিত

0
312
728×90 Banner

শেরপুর প্রতিনিধি : শেরপুর সরকারী কলেজ ছাত্র লীগের সম্পাদক আশীষ দত্ত ভোলা হত্যা দিবস পালিত হয়েছে। উল্লেখ্য, প্রায় ৩৩ বছর পুর্বে ১৯৮৮ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট আনিসুর রহমানের বাসায় জেলা ছাত্র লীগের সভা চলাকালে জাসদ ছাত্র লীগের নেতা-কর্মীসহ সন্রাত্রাসীরা তিন দিক থেকে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আশীষ দত্ত ভোলা গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
দিবসটি পালন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা ছাত্র লীগের উদ্দ্যোগে স্থানীয় উপজেলা যুব লীগ কার্যালয়ে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়। বিকেলে ছাত্রনেতা আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ বেলায়েত হোসেন,আনার উল্লাহ,নজরুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here