টঙ্গীতে তিনদিনব্যাপী নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

0
425
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে, ছাত্রলীগের ইতিহাস ও রাজনৈতিক শিষ্টাচার বিষয় বস্তু নিয়ে প্রশিক্ষিত কর্মী তৈরির মাধ্যমে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যেই তিনদিনব্যাপী নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে । অনুষ্ঠান গতকাল শুক্রবার টঙ্গীর বড় দেওড়া হায়দার পাবলিক স্কুল মিলনায়তনে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিমের সভাপতিত্বে এবং প্রশিক্ষক ময়মনসিংহ কমার্স কলেজের প্রভাষক নাহিদ মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ৩০জন কর্মীকে বক্তব্য প্রশিক্ষণ, মাদক প্রতিরোধ, অনলাইনে রাজনৈতিক প্রচারণা, শ্লোগান প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. মো: আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব ওসমান আলী, টঙ্গী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রজব আলী, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সোলেমান হায়দার, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, গাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তফা হুমায়ুন হিমু, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. আজিম হায়দার আদিম, সুন্দর জীবন মাদকাসক্ত নিরাময় পুনর্বাসন, সহায়তা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক খায়রুল হাসান খান বাবু, গোলাম মাকসুদ, সি.এস.ই আই.ইউ.বি.এ.টি ইউনিভার্সিটি প্রভাষক এম.এম রাকিবুল হাসান, টঙ্গী কমার্স কলেজের ব্যবস্থাপনা পরিচালক সরকার জাহিদুল ইসলাম টিপু, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান, গাজীপুর মহানগর তাঁতীলীগের সাধারণ সম্পাদক শাহ মো: আমান, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, কবির হোসেন, জাকির হোসেন, তাজুল ইসলাম, আবুল ফজল, সাদেক হোসেন খান, আফিল উদ্দিন, মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহিদা কাদের প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here