বাংলাদেশ ফুটসাল ফেডারেশনের ওয়ার্কশপ ও ফেডারেশন অন্তর্ভূক্তি সনদ প্রদান

0
376
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ‘নেশাকে প্রতিরোধ করি ফুটসাল এ প্রজন্ম গড়ি’ এ স্লোগান সামনে রেখে বাংলাদেশ ফুটসাল ফেডারেশন দেশব্যাপি বিশ্বের জনপ্রিয় খেলা “ফুটসাল” এর জনপ্রিয়তা বৃদ্ধি ও বাংলাদেশের তরুণ সমাজকে এই জনপ্রিয় খেলার সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে জেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ ৯ নভেম্বর সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী হলে (কনফারেন্স লাউঞ্জ)-এ ওয়ার্কশপ ও ফেডারেশন অন্তর্ভূক্তি সনদ প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ। বাংলাদেশ ফুটসাল ফেডারেশনের সভাপতি পারভেজ আমের শাকিল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক মাননীয় তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, জাতীয় ক্রীড়া পরিষদের সম্মানিত সচিব মোঃ মাসুদ করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটসাল ফেডারেশনের উন্নয়ন ও পরিকল্পনা পরিচালক শহীদ রায়হান ও সাধারণ সম্পাদক শহিদুল হক।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর ইয়াদ আলী ফকির (অবঃ), ট্রাবের সভাপতি সালাম মাহমুদ। অনুষ্ঠানে বাংলাদেশ ফুটসাল ফেডারেশনের অন্তর্ভূক্ত বিভিন্ন জেলা শাখা ফুটসাল ক্লাবের সভাপতিদের কে অন্তর্ভূক্তি সনদপত্র প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here