
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা তৈরী করেছে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিটার, ডিজিটাল এন্টিপলিউশন সিটি, সোলার ইরিগেশন সিস্টেম, স্বল্প পরিসরে পিয়াজ চাষ পদ্ধতি, ফিউচার কারসহ শতাধিক বিজ্ঞান প্রজেক্ট। শিক্ষার্থীদের এসব উদ্ভাবণী প্রজেক্ট মেলায় আগত দর্শণার্থী ও অতিথিদের অভিভুত করে। বৃহস্পতিবার টঙ্গীর আউচপাড়াস্থ আল-হেলাল স্কুলে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।
আল-হেলাল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিতে¦ ও ফিউচার সাইন্টিষ্ট ল্যাবের প্রতিষ্ঠাতা পরিচালক আজিজ টিপুর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)মহাসচিব এম আবদুল্লাহ, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা , সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, সাবেক প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে.এম নাসির উদ্দিন, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সরকার নজরুল ইসলাম বিপ্লব, ব্রিলিয়ান্ট স্কুলের অধ্যক্ষ মো: সাঈদুর রহমান মুন্না, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল আহসান হেলাল, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল ৫৪ নং ওয়ার্ড সভাপতি জরিফ আহমদ মন্টু, আল-হেলাল স্কুলের সহকারি প্রধান শিক্ষক মুজাম্মেল হক পাটোয়ারী প্রমুখ।
মেলায় অংশগ্রহনকারীদের মধ্যে ১২জনকে মেধা পুরস্কার ও আরো ৬০ জনকে বিশেষ পুরুস্কার প্রদান করা হয়।






