
ডেইলি গাজীপুর প্রতিবেদক: চাঁদার দাবিতে জাতীয় দৈনিক ঢাকা টাইমস, ঢাকাটাইমস ২৪ ডটকম ও সাপ্তাহিক এই সময় পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় টঙ্গী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঢাকাটাইমস এর টঙ্গী প্রতিনিধি ইফতেখার হোসেন রায়হানের সভাপতিত্বে স্টেশন রোড এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তারা আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, হুমকি দিয়ে সাংবাদিকদের কলম স্তব্দ করা যাবে না। সংবাদপত্র জগতের সাহসী সাংবাদিক আরিফুর রহমান দোলনকে হুমকিদাতা সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তাকে হুমকি দেওয়া মানে পুরো সাংবাদিক সমাজকে হুমকি দেওয়া।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের টঙ্গী প্রতিনিধি মো. আফজাল হোসেন, টঙ্গী থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক মৃণাল চৌধুরী সৈকত, দৈনিক জনতার টঙ্গী প্রতিনিধি দেওয়ান রফিকুল ইসলাম মাখন, দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মো. মনসুর আহমেদ, সিএনএনিউজের প্রধান সম্পাদক লুৎফুজ্জামান লিটন, প্রথম আলোর গাজীপুর সংবাদদাতা মো. আল-আমিন, প্রতিদিনের সংবাদের টঙ্গী প্রতিনিধি নাঈমুল হাসান, দৈনিক করতোয়া টঙ্গী প্রতিনিধি আনোয়ার হোসেন, সাপ্তাহিক আপনার কন্ঠ নির্বাহী সম্পাদক আনোয়ার পিন্টু দৈনিক সংবাদ মোহনার ব্যবস্থাপনা সম্পাদক তাওহিদ, দৈনিক বর্তমানের টঙ্গী প্রতিনিধি ও বাংলার চোখ অনলাইন পত্রিকার টঙ্গী প্রতিনিধি সুজন সারোয়ার, সমকালের টঙ্গী প্রতিনিধি আবু সালেহ মুসা বাবু, দৈনিক বজ্রশক্তির প্রতিনিধি মো. মোস্তামিক খান, দৈনিক সমাচারের টঙ্গী প্রতিনিধি শাহাজালাল দেওয়ান, সাংবাদিক তাসলিমা, দৈনিক অন্যদিগন্তের রোকসানা পারভিন রুবি, দৈনিক সকালের খবর টঙ্গী প্রতিনিধি শেখ রাজিব হোসেন আকাশ, দৈনিক নওরোজ টঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ, দৈনিক আমার প্রানের বাংলাদেশ টঙ্গী প্রতিনিধি বশির মাল, দৈনিক নওরোজ ষ্টাফ রির্পোটার হানিফ হোসেন, দৈনিক সরেজমিন টঙ্গী প্রতিনিধি মাহবুবুর রহমান, সচিত্র ঘটনার ফটোসাংবাদিক মোঃ মোস্তফা, চ্যানেল ফোর শেখ মনসুর, ঢাকা টিভির টঙ্গী প্রতিনিধি এম, আওলাদ হোসেন প্রমূখ।
