
এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর শেরেবাংলানগর থানার শ্যামলী ও রমনা থানাধীন সিদ্ধেশ্বরী পৃথক দু’টি এলাকা থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্র ও এক অঞ্জাত নামা তরুনী সহ দুইজনের মরদেহ উদ্বার করেছে সংশ্লিস্ট থানা পুলিশ। নিহত ছাত্রের নাম সাইফুল ইসলাম (২৪) ও অঞ্জাত এক তরুনী। সাইফুল সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ফাইনাল সেমিস্টারের ছাত্র ছিলেন। নিহত তরুনীর নাম ও বিস্তারিত পরিচয় আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জানা যায়নি। পুলিশ এ ঘটনায় একটি চিরকুট উদ্ধার করেছে।
আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি’র শেরেবাংলানগর ও রমনা থানা পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বুধবার দিবাগত মধ্যরাতে রাজধানীর শেরেবাংলানগর থানার শ্যামলীর ২ নম্বর সড়কের ১৪/১ নম্বর বাড়ির নিচতলায় একটি মেসে ও রমনা থানাধীন সিদ্ধেশ্বরী এলাকার একটি বহুতল ভবনে এসব আলাদা দু’টি ঘটনা ঘটে।
ডিএমপি শেরেবাংলানগর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম আজ বৃহস্পতিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর শেরেবাংলানগর থানার শ্যামলীর ২ নম্বর সড়কের ১৪/১ নম্বর বাড়ির নিচতলায় বুধবার বিকালে সাইফুল ইসলাম মেসে আসে। এরপর সে ঘরের দরজা বন্ধ করে দেয়। ধাক্কাধাক্কি করে ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া। পরে সে বিষয়টি তার পাশের রুমের সাইফুলের চাচাতো ভাই জহিরুলকে জানায়। জহিরুল বাসায় ফিরে দরজা ভেঙে ভেতরে সাইফুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে সিলিং ফ্যানের সঙ্গে মাফলার পেচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
এসআই আব্দুল হালিম আরও জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার লাশের পাশ থেকে একটি চিরকুট কানে হেডফোন ও পকেটে মোবাইলফোন উদ্বার করেছে।
নিহতের সহপাঠী জায়েদ মাহমুদ শুভ’র বরাত দিয়ে পুলিশ জানান, সাইফুলের বাবার নাম আব্দুল জলিল। কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার জিজিয়ারাত গ্রামে তার বাড়ি। এছাড়া আত্মহত্যার পেছনে অন্য কোনও কারণ বা ঘটনাটি আদৌ আত্মহত্যা কি না, সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বুধবার (৪ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী এলাকার একটি বহুতল ভবন থেকে পড়ে এক অঞ্জাতনামা তরুণীর মৃত্যু হয়েছে।
পুলিশ জানান, মালিবাগ সিআইডি অফিসের বিপরীতে আয়েশা শপিং কমপ্লেক্সের পেছনে দুই ভবনের মাঝ থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হচ্ছে। গলির মধ্যে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে ঘটনাটি ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। পরে ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটি আত্মহত্যা, হত্যা না দুর্ঘটনা তা এখনও বলা যাচ্ছে না। পরে সংশ্লিস্ট থানা পুলিশ দু’টি মরদেহ উদ্বার করে মংনাতদন্তের জন্য ঢামেক ও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এসব পৃথক দু’টি দুর্ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।






