কলাপাড়ায় দুর্নীতি বিরোধী দিবস পালন

0
220
728×90 Banner

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ-এমন স্লোগান নিয়ে কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে সোমবার সকাল ১০টায় র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্যাম্পাস থেকে বের হয়ে র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে অয়েল মিল পুকুর সংলগ্ন সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অঃ দায়িত্ব) মনিরুজ্জামান খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু। বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here