খুলনায় ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ সম্পন্ন

0
419
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: খুলনায় শেষ হল এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক’র আয়োজনে “এসএমই পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং” শীর্ষক ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। নগরীর শের-ই-বাংলা রোডের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। এ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণে ২০ জন উদ্যোক্তাকে বিনামূল্যে ই – মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেয়া হয়।
যেসব উদ্যোক্তার ফেসবুক, অনলাইন, ইউটিউব এবং ওয়েবে এসএমই পণ্যের পেইজ আছে, তাদের দক্ষতা বৃদ্ধি করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, রাজশাহী এবং খুলনা জেলায় ২শ জন উদ্যোক্তাকে বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দিল ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং এসএমই ফাউন্ডেশন। ইউরোপিয়ান ইউনিয়নের দক্ষ প্রশিক্ষকরা এ কোর্স পরিচালনা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here