শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলি

0
381
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জাতির সূর্য সন্তানদের প্রতি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারন সম্পাদক তারেক সাইদের নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা। আজ সকাল ৮ টায় সংগঠনটির নেতাকর্মীরা জয়-জয়বঙ্গবন্ধু স্লোগান দিয়ে শহীদের মর্যাদা জানিয়ে পুষ্প অপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাতলীগের সাবেক সহ সভাপতি মাসুদ রানা, সাবেক ছাতলীগের নেতা আমিনুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, কেন্দ্রীয় ছাতলীগে সাবেক নেতা নাজমুল হাসান সোহাগসহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এম আই শিশির, সহ সভাপতি এম জাকির হোসাইন, যুগ্ম-সাধারন সম্পাদক সঞ্জিব বসাক, ঢাকা কলেজ সাবেক নেতা এইচ এম আসিব ইকবালসহ প্রমূখ। এ বিষয়ে সংগঠনের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ যখন স্বাধীন হওয়া পথে ঠিক সেই মুহুর্তে বাংলার বীর সন্তানদের হত্যা করে ওই পাকিস্তানের হায়নাদের দল। এই বীর সন্তানের জন্যই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here