র‌্যাব ফোর্সেস আয়োজিত ম্যারাথন “দৌড়াও বাংলাদেশ” প্রতিযোগিতা-২০১৯

0
388
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাব ফোর্সেস কর্তৃক আয়োজিত কুয়াকাটা সমুদ্র সৌকতে ‘‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’’ এই স্লোগান’কে ধারন করে মাদক বিরোধী ক্যাম্পেইন এর অংশ হিসেবে ম্যারাথন “দৌড়াও বাংলাদেশ” প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত।
আজ ২৪ ডিসেম্বর ২০১৯ পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৌকতে র‌্যাব ফোর্সেস এর আয়োজনে ‘‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’’ ম্যারাথন প্রতিযোগিতা “দৌড়াও বাংলাদেশ” অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য সমগ্র বাংলাদেশের স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অনলাইনের মাধ্যমে রেজিস্টেশন করানোর জন্য আহবান করা হলে বিভিন্ন স্কুল কলেজের সর্বমোট ১১০০ জন ছাত্র ছাত্রী স্বউদ্যোগে মাদকের চলমান অভিযানে অংশগ্রনের জন্য কুয়াকাটা সমুদ্র সৈকতে উপস্থিত হন। আনুমানিক ১১০০ ঘটিকায় প্রধান অতিথি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস অনুষ্ঠানটি উদ্বোধন করেন এবং প্রতিযোগিদের মাঝে মাদকের কুফল ও সৌজন্যমূলক বক্তব্য দেন। বক্তব্যে র‌্যাব মহাপরিচালক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে মাদকের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নের্তৃত্বে এই মুহূর্তে উন্নয়নের মহাসড়কে সংযুক্ত এবং দ্রুতধাবমান অবশ্যই এই উন্নয়নের অগ্রযাত্রাকে সুসংহিত করতে হলে দেশ থেকে এই চার অভিশাপ (মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং দুর্নীতি) মুক্ত করতে হবে। সে জন্য প্রধানমন্ত্রী যে দূদর্শি সম্পন্ন যে কৌশল, তার সাথে আমরা যারা কাজ করছি এবং আমরা সবার এদেশের গণমানুষের সমর্থণ চাই, সকল শ্রেনী পেশার মানুষের সমর্থণ চাই, বিশেষ করে আমাদের মিডিয়া এ ব্যাপারে বাংলাদেশের সমস্ত ভাল উদ্যোগের সংগে তারা ইতোপূর্বে সাথে ছিলেন, ভাল ভূমিকা পালন করেছেন, আমাদের পাশে দাড়িয়েছেন। তাদেরও আমরা শক্তিশালী ভূমিকার প্রত্যাশা করি। সবাই মিলে সম্মিলিতভাবে যদি আমরা প্রচেষ্ঠা নেই অবশ্যই এদেশ থেকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং দুর্নীতি চিরতরে নির্মূল করতে সক্ষম হব।
এ সময়ে র‌্যাব মহাপরিচালক আরও বলেন, বাংলাদেশের বাংঙ্গালী যখনি জাতীয় প্রয়োজনে ঐক্যবদ্ব্য হয়েছে, তখনি তারা অসম্ভবকে সম্ভব করেছে। বাংলাদেশ অসম্ভব’কে সম্ভব করার দেশ। ১৯৭১ সালে পশ্চিমে ভাগা-ভাগা অর্থনীতিবীদ যারা ভাবতো যে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ টিকবেনা। কারণ বাংলাদেশে খাদ্যের ঘাটর্তি রয়েছে, তাদের কোন রপ্তানি পণ্য নাই, তাদের কোন মিনারেল রিসোর্স নাই, তাদের অর্থনীতি ভঙ্গুর, তাদের কোন কাচাঁমাল নাই এবং ছোট একটি ভূখন্ডে সাড়ে সাত কোটি মানুষ এই দেশ টিকতে পারে না। সেই সমস্ত ভাগা-ভাগা পশ্চিমা অথনীতিবীদদের মূখে চুন-কালি মেখে বাংলাদেশ এখন উন্নয়নের বিশ্বয়কর মডেল মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা কায়েমের জন্য দেশবাশী ১৮ কোটি মানুষ আমরা দীপ্ত পদক্ষেপে আমরা সামনে এগিয়ে যাব, সেই অগ্রযাত্রার ক্ষেত্রে অবশ্যই আমি বিশ্বাস করি, এই চার অভিশাপ (মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং দুর্নীতি) আমাদের বাধা হয়ে দাড়াতে পারে না। আমারা অনুরোধ করবো, এটি শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়। আমি মনে করি মাদকের বিরুদ্ধে আমাদের দায়িত্ব সেটা আসলে সামাজিক দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, সবার দায়িত্ব আমাদের।
উল্লেখিত ১০ কিঃ মিঃ ম্যারাথনে ২৫ জন প্রতিযোগীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। ১ম, ২য় ও ৩য় প্রতিযোগী হলেন যথাক্রমে (১) মোঃ আরাফাত হাসান (অমিত) (২) মোঃ ফয়সাল আহমেদ (৩) ধ্রæব দত্ত। অন্যান্য ২২ জন প্রতিযোগীর নাম যথাক্রমে (১) মোঃ আশিকুর রহমান (২) মোঃ রাজিব হোসেন (৩) মোঃ সিদ্দিক মোল্লা (৪) মোঃ সোয়ান ইসলাম অপু (৫) মোঃ আছাদুল ইসলাম আসিফ (৬) মোঃ আরিফুর রহমান (৭) মোঃ রাজিব হোসাইন (৮) মোঃ মাসুদ কবির (৯) মোঃ জোনায়েদ ইসলাম (১০) মোঃ মোয়াজ্জেম হোসেন (১১) মোঃ মুসফিকুর রহমান (১২) মোঃ বনি আমিন সরদার (১৩) মোঃ রুবেল মাতাব্বর(১৪) মোঃ হেলাল উদ্দিন (১৫) মোঃ ক্দ্দুুছ মিয়া (১৬) মোঃ ফুরকান (১৭) মোঃ সোলায়মান আসিফ (১৮) মোঃ হোসেন (১৯) মোঃ হানিফ রাজ (২০) মোঃ ফরিদ (২১) কেএম ফাইজুর রহমান (২২) আকাশ ইশা। ১ম, ২য় ও ৩য় প্রতিযোগীকে ক্রেষ্ট, সনদপত্র, আর্থিক পুরস্কার ও মেডেল প্রদান করা হয়। এছাড়া অন্যান্য ২২ জন প্রতিযোগীকে “দৌড়াও বাংলাদেশ’’ সম্বলিত মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। উল্লেখ্য যে, বিষয়োক্ত ম্যারাথনে অংশগ্রহণকারী সকল প্রতিযোগী, সাংবাদিক এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল সদস্যদেরকে “দৌড়াও বাংলাদেশ” এর লোগো সম্বলিত টি-শার্ট এবং ক্যাপ প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ১ম, ২য় ও ৩য় প্রতিযোগী হলো যথাক্রমে (১) নাফসী সাইফুল্লাহ মৃত্তিকা (২) জ্যোতিময় রুদ্র সোম (৩) নাফিস সাইফুল্লাহ আলিম। রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ১ম, ২য় ও ৩য় প্রতিযোগী হলো যথাক্রমে (১) অভিজিত বসু (২) মোহাম্মদ রিয়াজ (৩) ফারজানা শারমিন।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস এবং মিসেস জীশান মীর্জা সহ-সভানেত্রী বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন), র‌্যাব ফোর্সেস; জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, বরিশাল রেঞ্জ; জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার), ডিআইজি, পুলিশ কমিশনার, বরিশাল; লেঃ কর্ণেল শাফী উল্লাহ বুলবুল, বিএসপি, বিজিবিএমএস, পিবিজিএমএস, ভারপ্রাপ্ত পরিচালক অপারেশন উইং, র‌্যাব ফোর্সেস; লেঃ কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম, পিএসসি, বিপিএম, পিএসসি, পরিচালক, লিগ্যাল এন্ড মিডিয়া উইং, র‌্যাব ফোর্সেস এবং অতিরিক্ত ডিআইজি জনাব আতিকা ইসলাম, বিপিএম, অধিনায়ক, র‌্যাব-৮, বরিশাল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here