
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি:জয়রহাটে পাঁচবিবিতে উৎসব মুখর পরিবেশে উপজেলায় এবার প্রাথমিক, এবতাদায়ী, মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল, পর্যায়ে ৪৭ হাজার ৯শ ৪৩ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ৪লক্ষ ৮৭ হাজার ৩শ ২০ টি পাঠ্য পুস্তক বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে এ বই বিতরন উৎসবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সামছুল আলম দুদু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সরোয়ার, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব , উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী জাহাঙ্গীর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমানসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ।
