
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর খ্যাতনামা সমাজকর্মী, শিক্ষানুরাগী প্রয়াত মোস্তফা জামানের ৫২ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মরহুমের পরিবারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মরহুমের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে। এ উপলক্ষে সালামত উল্যাহ মাস্টার মেমোরিয়াল ট্রাস্ট, মোস্তফা জামান ফাউন্ডেশন, জামান মেমোরিয়াল একাডেমি, জামান স্মৃতি সংসদ ও জামান মেমোরিয়াল একাডেমি সোমবার বাদ আসর জামান মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন মরহুমের ছোট ভাই, সমাজকর্মী, শিক্ষানুরাগী, রাজনীতিক, জননেতা মোহাম্মদ মোস্তফা কামাল হুমায়ুন হিমু।
টঙ্গী থানা আওয়ামী লীগ নেতা আকতার হোসেন দুদুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সমাজকর্মী আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন, আঃ সালাম মাতবর, সিরাজ মাতবর, সাংবাদিক ইকরামুল্লাহিল কাফি, সালাহ উদ্দিন খোকন, ডাঃ রুহুল আমিন প্রমুখ।






