টাঙ্গাইলের জনগন নতুনধারাকেই বেছে নেবে-মোমিন মেহেদী

0
235
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বাধীনতার ৪৯ বছরেও যখন জনগন প্রতারিত হয়েছেন, তখন অন্য ৪৪ জেলা আর ১০২ উপজেলার মত করে টাঙ্গাইলের জনগন নতুনধারাকেই বেছে নেবে তাদের মৌলিক অধিকার আদায়ের রাজনৈতিকধারা হিসেবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মত করে টাঙ্গাইলেও নতুনধারার রাজনীতি হবে ভোট ও ভাতের অধিকার রক্ষার রাজনীতি। যে রাজনীতি গত ৮ বছরে রাজপথে থেকে কেবল জনগনের কথা বলেছে, জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, কিন্তু সত্য বলতে-সত্যপথে চলতে ভয় পায়নি; আগামীতেও পাবে না।
৪ মার্চ বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইলের আকুরটাকুর পাড়াস্থ পৌর শাখার কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবি টাঙ্গাইল পৌর শাখার আহবায়ক প্রকৌশলী লিলি চৌধুরী। এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার হাবিব চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ শান্তা ফারজানা, সদস্য নুরুল কবির খান প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here