শাহ্জালালে প্রায় ৩ কেজি সোনাসহ এক যাত্রী আটক

0
229
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২কেজি ৯৫০ গ্রাম সোনাসহ শেখ সাদি নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ ইউনিট। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
বুধবার মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রিন চ্যানেল এলাকা থেকে এসব সোনা জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সোলাইমান হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে (এমএইচ-১৯৬) নম্বর ফ্লাইটটি ঢাকায় এসে অবতরণ করে। আর ওই বিমানের যাত্রী ছিলেন শেখ সাদি। তিনি শাহজালাল বিমানবন্দরে নেমে গ্রিন চ্যানেল পার হবার সময় ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করে তার কাছে কোন সোনা আছে কি না জানতে চায়। জিঞ্জাসাবাদে সে তখন অস্বীকার করলে কাস্টমস হাউজের কর্মকর্তারা শেখ সাদি’র শরীর, ব্যাগ ও লাগেজ তল্লাশী চালিয়ে ২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ সহ তাকে আটক করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানা গেছে।
মো. সোলাইমান হোসেন আরও বলেন, প্রাথমিক জিঞ্জাসাবাদে আটককৃত যাত্রী শেখ সাদি সোনা আনার কথা স্বীকার করেছেন। জব্দকৃত সোনা গুলো কাস্টমস এর হেফাজতে রয়েছে। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা তার বিরুদ্বে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জিঞ্জাসাবাদ শেষে আটক যাত্রীকে বিমানবন্দর থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here