টঙ্গীতে প্রেমিকা নিয়ে ২বন্ধুর সংর্ঘষ! উদোর পিন্ডি বুধোর ঘাড়ে

0
646
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী বাজারে স্থানীয় বিদ্যালয়ের জনৈক ছাত্রীর সাঞ্জিত নামে এক যুবকের সাথে অনৈতিক কর্মকান্ডে ২ বন্ধুর মাঝে সংর্ঘষ হয়।
জানাযায়, সম্প্রতি টঙ্গী বাজার রেল লাইনের পাশের ঝোপে ওই ছাত্রী সাঞ্জিত নামে এক যুবকের সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হলে স্থানীয়রা আটক করে। এক যুবকের মাধ্যমে এ খবর পেয়ে রনি ঘটনাস্থলে আসলে সাঞ্জিত ও রনির মধ্যে সংর্ঘষ হয়, এতে ২জনই আহত হয়। উল্লেখ্য রনির সাথে ওই ছাত্রীর দির্ঘদিনের প্রেম রয়েছে, অথচ রনিকে না জানিয়ে গোপনে ওই ছাত্রী ও সাঞ্জিত কিছুদিন যাবত প্রেম শুরু করেছে বলে রনি সহ একাদিক সূত্র জানায়। সাঞ্জিত ও রনি ২জনই বন্ধু। জানাযায়, উক্ত ঘটনাকে কেন্দ্র করে সাঞ্জিতের মামলাবাজ মা উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের ফায়দা নিতে চাচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here