করোনা থেকে লক্ষাধিক মানুষের মুক্তি, ফলপ্রসূ হচ্ছে চিকিৎসা সেবা

0
167
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সচেতনতাকে কাজে লাগিয়ে করোনাভাইরাসকে হার মানিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পৃথিবী। ফলপ্রসূ হচ্ছে চিকিৎসকদের লড়াই। তাদের নিরলস পরিশ্রম হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়ে দিচ্ছে। সুস্থ ব্যক্তিরা পুনরায় সুস্থ, সুন্দর জীবন উপভোগ করছে ধরণীর মাঝে।
পরিসংখ্যান অনুযায়ী, গোটা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮ হাজার ৮৭৯ জন। পরিবারে ফিরে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন তারা।
করোনায় আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৮৯১ জন মানুষ। অর্থাৎ, মৃত্যুর তুলনায় সুস্থতার পরিমাণ কয়েকগুণ বেশি। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৬১৩ মানুষ। এই পরিসংখ্যান ক্রমশ আশা জাগাচ্ছে চিকিৎসকদের মধ্যে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছে করোনার সংক্রমণের গতির তুলনায় এতে মৃত্যুর হার একেবারেই উদ্বেগজনক নয়। করোনায় মৃত্যুর হার ২ শতাংশেরও কম। তাছাড়া ৮৫ শতাংশ আক্রান্তের মধ্যে এর প্রভাব একেবারেই নগণ্য। শুধু সচেতনতার প্রসার ঘটাতে পারলেই এই রোগকে রুখে দেওয়া সম্ভব। তবে এত আশার কথার মধ্যেও উদ্বেগ বাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা।
বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যাটা সত্যিই উদ্বেগজনকভাবে বাড়ছে। যা নিয়ন্ত্রণ করতে আরো কড়া পদক্ষেপ নিতে হবে আক্রান্ত দেশগুলোকে। সচেতন করতে হবে নাগরিকদের বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here