ত্রিশালে মেয়র আনিছ ব্যক্তিগত উদ্যোগে ৯লক্ষ টাকা অসহায়দের মাঝে বিতরণ

0
194
728×90 Banner

এনামুল হক,ত্রিশালে :মেয়র আনিছ গরীব অসহায় মানুষের বাড়ীতে নিজ হাতে চাল,ডাল,তেল নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কর্মহীন মানুষের বাড়ীতে পৌছে দিচ্ছেন।পৌরসভার সকল ওয়ার্ডের কর্মহীন,অসহায়,ছিন্নমূল,গরীব মানুষের তালিকা করে রাতের আধাঁরে চাল,ডাল,আলু,সাবান নিয়ে নিজ হাতে তাদের দরজায় সহায়তা তুলে দিচ্ছেন।দিনমজুর,রিক্্রাচালক,ভ্যানচালক ও কর্মহীন,হতদ্ররিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান পর্যায়ক্রমে ০৯টি ওয়ার্ডে খাদ্য বিতরণ করা হবে মেয়র জানান।মেয়র বলেন,করোনা ভাইরাস সংক্রমণ রোধে,সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে সরকার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষনা করেছেন এবং সাবাইকে ঘরে থাকার আহŸান জানিয়েছেন।এ পরিস্থিতিতে অনেক দরিদ্র লোকের পক্ষে খাবার জোগাড় করা কষ্ঠসাধ্য হয়ে দাড়িয়েছে।মেয়র বলেন,প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখবো।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here