ধামরাইয়ে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল এসডিআই

0
627
728×90 Banner

ধামরাই প্রতিনিধি : চলমান সংকটময় মুহুর্তে পেশাগতগত দায়িত্ব পালনের খাতিরে জীবনের ঝুঁকি নিয়ে ধামরাইয়ের সাংবাদিকরা গ্রাম থেকে গ্রামান্তরে, পথে প্রান্তরে ঘুরে সংবাদ সংগ্রহ ও পরিবেশন করছেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ধামরাইয়ে কর্মরত সাংবাদিকদের সম্মানে তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই। আজ শুক্রবার ধামরাই প্রেসক্লাব ভবনে ক্লাবের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন ও গুণীজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমানসহ সকল সাংবাদিকের উপস্থিতিতে সংস্থার পক্ষ থেকে ওইসব সামগ্রী বুঝিয়ে দেয়া হয়। ধামরাই প্রেসক্লাব কৃতজ্ঞতা ও ধন্যবাদের সাথে তা গ্রহণ করে। এসডিআইয়ের নির্বাহী পরিচালক পরিচালক ও গুণীজন ফাউন্ডেশনের ইসি মেম্বার সামছুল হক মোবাইল ফোনে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তাদের পাশে থাকার আশা প্রকাশ করেন। সংস্থার প্রোগ্রাম অফিসার ইসমাইল হোসেন, এরিয়াম্যানেজার আবু বকর হাজারী, এফটিসি ম্যানেজার আব্দুল কুদ্দুস এ সময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here