
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়ার)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১০ টাকা কেজি’র সরকারি ও,এস,এম-এর চাউলের বস্তা নিয়ে যাত্রা পথে একটি ইঞ্জিন চালিত একটি অতিরিক্ত বোঝাইকৃত নৌকাটি তিতাস নদীতে ডুবে যায়। গতকাল বুধবার দুপুরে লঞ্চঘাট সম্মুখ তিতাস নদীতে এ নৌকা ডুবি দুর্ঘটনাটি ঘটে। এ করোনা ভাইরাস দুর্যোগকালিন সময়ে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের ১০টাকা কেজি চাউল খোলা বাজারে বিক্রী’র জন্য প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিয়নে চাউল বরাদ্ধ দেওয়া হয়। উপজেলার বীরগাঁও ইউনিয়নে ওএমএস এর ডিলার মো. জিয়া উদ্দিন গতকাল উক্ত চাউল নবীনগর খাদ্য গোদাম থেকে ৫২৮ বস্তা চাউল উত্তোলন করে দুইটি নৌকা করে বীরগাঁও এর উদ্যোশে রওয়না হয়। একটি নৌকায় ১২৮ বস্তা অপর নৌকাটিতে ৪০০ বস্তা চাউল লোড করা হয়। লঞ্চঘাট সম্মুখ স্থানে নদীতে ড্রেজারের পাইপ থাকায় ঘুরার সময় ৪০০ বস্তা ভর্তি নৌকাটি উল্টে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।
এ ব্যাপারে ওএমএস-এর ডিলার জিয়া উদ্দিন বলেন, মুলত চাউল বোঝাইকৃত নৌকাটি ড্রেজার পাইপের কারনে ঘুরতে গিয়ে উল্টে যায়। এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন,নৌকাটি অতিরিক্ত বোঝাই ছিল যার কারনে নৌকাটি ডুবে যায়। উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে ।






