ইরানের যুগান্তকারী উদ্ভাবন, মাত্র ৫ সেকেন্ডেই করোনা শনাক্ত

0
291
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। করোনায় আক্রান্ত ব্যক্তিদের ভাইরাস শনাক্ত করাসহ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান নিয়ে হিমশিম খাচ্ছে প্রায় প্রতিটি দেশ। তবে এমন সময় বিস্ময়কর তথ্য জানালো ইরান। মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই করোনা শনাক্তের বিশেষ একটি যন্ত্র আবিষ্কার করেছে তারা।
বুধবার দেশটির ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এক অনুষ্ঠানে এই নতুন করোনা পরীক্ষা যন্ত্র উন্মোচন করেন।
তিনি বলেন, এই অর্জনটি যুগান্তকারী। এটি বাসিজ (ইরানের স্বেচ্ছাসেবক দল) উদ্ভাবন করেছে। যন্ত্রটিতে এক ধরনের চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করা। এটি একশ মিটার ব্যাসার্ধের মধ্যে করোনায় আক্রান্ত স্থানগুলো দেখিয়ে দেবে। করোনা রোগীদের জন্য রক্তের পরীক্ষা করার প্রয়োজন হবে না। এটি একটি নির্দিষ্ট দূরবর্তী অবস্থান থেকে কাজ করে।
জেনারেল হোসেইন সালামি জানান, ডিভাইসটি বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। এটি ৮০ শতাংশ কার্যকার বলে প্রমাণিত হয়েছে। মহামারি করোনাভাইরাস শনাক্তকরণ এবং ভয়াবহ এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষেই এই যুগান্তকরী উদ্ভাবন।
বিশ্বের যে কয়টি দেশে সবচেয়ে বেশি করোনা ছড়িয়েছে, ইরান তাদের অন্যতম। দেশটিতে এখন পর্যন্ত ৭৬ হাজার ৩৮৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যায় বিশ্বে ইরানের অবস্থান অষ্টম। এছাড়া মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭৭ জনের।
নতুন যন্ত্র আবিস্কারের ফলে দেশটির পক্ষে করোনা নিয়ন্ত্রণে আনা আরো সহজ হবে আশা করা যায়। কারণ দ্রুততম সময়ে আক্রান্ত ব্যক্তিকে চিহ্নিত করে তাকে আইসোলেশনে চিকিৎসার জন্য নিয়ে গেলে তার মাধ্যমে নতুন সংক্রমণের ঘটনা একেবারেই কমে আসবে।
এছাড়া করোনার উপস্থিতি শনাক্ত করে প্রতিটি এলাকাকে জীবাণুমুক্ত করা হলে সেই এলাকা থেকে নতুন করে ছড়াতে পারবে না প্রাণঘাতী এই ভাইরাস।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here