টঙ্গীতে দুই প্রতারক গ্রেফতার

0
342
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরীর টঙ্গীর মধুমিতা এলাকা থেকে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে দুই প্রতারককে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে-দুলাল মিয়া (৪৫), ওসমান আলী (৩৮)। দুলাল মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বিশ্বনাথপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল হামিদ। ওসমান আলী বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে স্থানীয় মাছিমপুর, গাজিবাড়ি ও মধুমিতা এলাকার দরিদ্র অসহায় ও দিন মজুরদের সরকারি রেশন কার্ড করে দেয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি ছবি ও ১শ’ টাকা নেয়।
পুলিশ জানায়, দুলাল মিয়ার নির্দেশে তুরাগ বাসের চালক ওসমান আলী স্থানীয় মাছিমপুর গাজিবাড়ি ও মধুমিতা এলাকার প্রায় ৩’শ অসহায় দরিদ্র দিন মুজুর গরীবের ব্যাংক সমিতির মাধ্যমে সরকারি রেশন কার্ড করে দেয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও দুই কপি ছবিসহ টাকা নিতে থাকে। বিষয়টি এলাকার লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ মাছিমপুর এলাকা থেকে শতাধিক জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবিসহ ওসমান আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে ওসমান আলী জানায়, সে দুলাল মিয়ার কথা অনুযায়ী লোকজনের কাছ থেকে টাকা ও ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করেছি। এদিকে ওসমানকে গ্রেফতারের খবর পেয়ে দুলাল মিয়া তাকে ছাড়িয়ে আনতে গেলে এ সময় পুলিশ তাকে আটক করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান, দুলাল মিয়া মধুমিতা এলাকায় স্থাপিত গরীবের ব্যাংক নামক একটি সমিতিতে কাজ করার সুবাদে এবং ওই সমিতির মাধ্যমে স্থানীয় দরিদ্র অসহায় মানুষদের সরকারি রেশন কার্ড করে দেয়ার কথা বলে ওসমানকে দিয়ে টাকাসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি সংগ্রহ করতে থাকে। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে পড়লে স্থানীয় লোকজনের সন্দেহ হয় এবং তারা পুলিশে খবর দিলে পুলিশ ওসমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
#

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here