
ডেইলি গাজীপুর প্রতিবেদক: আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা ২৩ চরমপন্থীর প্রত্যেককে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে নাটোর পুলিশ লাইন্স দরবার হলে নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলা থেকে আত্মসমর্পণ করা ২৩ চরমপন্থীর মাঝে নগদ অর্থ তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ সময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, এনএসআইয়ের রাজশাহী বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ জহীর উদ্দীন, পুলিশ সুপার লিটন কুমার সাহা উপস্থিত ছিলেন।
গতবছর ৯ এপ্রিল নাটোর জেলার এ ২৩ জন চরমপন্থী তথা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) সদস্যরা পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছিলেন।






