দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারে ত্রাণ পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

0
144
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার প্রত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। উপজেলার ৩৮০টি পরিবারের মাঝে সরকারের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনী শুক্রবার এসব ত্রাণ পৌঁছে দেয়। স্থানীয় বেসামরিক প্রশাসনের অনুরোধক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব হেলিকপ্টারযোগে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়।
দেশে বিরাজমান বর্তমান লকডাউন পরিস্থিতিতে প্রতিটি জেলায় দূর্গত মানুষের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলাতেও সরকারের ত্রাণ সামগ্রী এসে পৌঁছায়। কিন্তু রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলা দূর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা না থাকায় সরকারী ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছিলো না। এ প্রেক্ষিতে, রাঙ্গামাটি জেলা প্রশাসন সেনা রিজিয়নের কাছে সহযোগিতা কামনা করে।
বরাবরের মতো সেনাবাহিনী তাৎক্ষনিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। যার প্রেক্ষিতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে ‘আর্মি এভিয়েশন’-এর একটি বিশেষ হেলিকপ্টারযোগে এসব এলাকায় ৪ হাজার কেজি ওজনের বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, আলু ও সাবান । ত্রাণ বিতরণের সময় রাঙ্গামাটি সেনা রিজিয়নের কমান্ডার, রাঙ্গামাটি বিজিবি’র সেক্টর কমান্ডার, সেনা কর্মকর্তাসহ স্থানীয় হেডম্যান এবং কারবারীরা উপস্থিত ছিলেন।স্থানীয় পাহাড়িরা বর্তমান পরিস্থিতিতে ত্রাণ সরবরাহ করায় প্রধানমন্ত্রী, সেনাবাহিনী প্রধান, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here