
ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের আগের দিন করোনাভাইরাস আক্রান্ত হয়ে ২৮ জন মৃত্যুবরণ করেছেন। এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গতকাল শনিবার করোনায় মারা গেছেন ২০ জন আর শুক্রবার মারা গেছেন ২৪ জন। এছাড়া গত বৃহস্পতিবার ২২ জন; গত বুধবার ১৬ জন এবং গত মঙ্গলবার ২১ জন মারা গেছেন। দেশে এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪৮০ জন। এতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৩ হাজার ৭৩৭ জন।
রোববার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বরাবরের মতোই করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।






