ঠাকুরগাঁওয়ে অভিনব কায়দায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে- সেনা সদস্যরা

0
176
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ পূবের কোন লিস্ট ছাড়াই এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নিতান্তই হতদরিদ্র পরিবার গুলোর কাছে খাদ্য সামগ্রী পোছে দেবার নিমিত্তে এ আয়োজন এমনটিই জানান সেনা সদস্যরা।
ঠাকুরগাঁও জেলা জুড়ে রাস্তায় টহলরত অবস্থায় ও বাড়ি বাড়ি গিয়ে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন- সেনা সদস্যরা।
ক্যাপ্টেন- কাউসার এর নেতিৃত্বে একটি টিম আজ সকাল থেকেই ঠাকুরগাঁও সদর উপজেলা সহ পীরগঞ্জ রানীশংকৈল উপজেলার ৭০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
তিনি আরও জানান, আমরা খাদ্য সামগ্রীর কোন লিস্ট না করেই যারা একে বারে হত দরিদ্র যাদের বাড়ি ঘর বেহাল অবস্থা তাদের বেছে বেছে এ খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
সেনা বাহিনীর একটি টিম ঠাকুরগাঁও- রানীশংকৈল- ঠাকুরগাঁও মহাসড়কে পথে যেতে যেতে পথি মঝে অসহায় কৃষানী, দিন মুজুর, মুচি, দোকানীসহ বিভিন্ন পেশার হত দরিদ্র মানুষ গুলো এবং জেলার প্রন্তত্য অঞ্চলের গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরন করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও সেনাপ্রধানের আদেশে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-দি বেবী টাইগার্স সেনা সদস্যরা কাজ করছে।
৬৬ পদাতিক ডিভিশনের অন্তর্গত ২২২ পদাতিক ব্রিগেডের ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-দি বেবী টাইগার্স এর অধিনায়ক লে. কর্নেল জে এ এম বখতিয়ার উদ্দিন নির্দেশনায় সেনা সদস্যা এ কার্যক্রম পরিচালনা করছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here