নবীনগরে দুই সন্তানের জননীর আত্মহত্যা

0
245
728×90 Banner

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা(মধ্য পাড়া)গ্রামের মাহমুদা বেগম(৪২)নামে দুই সন্তানের জননী বুধবার(১৭জুন)ভোরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
মাহমুদা বেগম বাড্ডা গ্রামের দুবাই প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী।মাহমুদা বেগমের দুটি ছেলে সন্তান রয়েছে এবং দুই ছেলেই প্রবাসী বড় ছেলে মাসুদ বাহারান প্রবাসী ও ছোট ছেলে মাহবুব সৌদি প্রবাসী।মাহমুদা বেগমের বাবার বাড়ি পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়,মাহমুদা বেগমের স্বামী,দুই সন্তান,প্রবাসে থাকায় তিনি একাই বসবাস করতেন বাড়িতে প্রতিদিনের ন্যায় রাতে নিজ ঘরেই থাকেন,সকালে প্রতিবেশিরা ঘরের দরজা খোলা না দেখে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে কৌশলে দরজা খুলে দেখতে পান মাহমুদা বেগম নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে ঝুলছে।
সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মামুন বলেন লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রনোজিত রায়,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে,এবং একটি অপমৃত্য মামলা হয়েছে রিপোর্ট আসলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here