জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেফতার

0
226
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজি হেলথকেয়ারের কথিত চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রোববার বিকেলে তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে দুপুরে তাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশিদ।
সাবরিনা জেকেজির চেয়ারম্যান হিসেবে সব যোগাযোগ রক্ষা করতেন বলে অভিযোগে জানাযায়।
গত ২৩ জুন করোনার ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আরিফুলসহ ছয়জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। গ্রেফতারের পর থানা হাজতে থাকা অবস্থায় আরিফুলের ক্যাডার বাহিনী ভাঙচুর ও হামলা করে থানায়। মারধর করে পুলিশকে।
এছাড়া রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজে নমুনা সংগ্রহের বুথ বসিয়ে সেখানে প্রশিক্ষণের নামে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও পাওয়া যায়। কলেজের কক্ষে নারী-পুরুষের আপত্তিকর অবস্থানসহ নানা অনৈতিক কাজে বাধা দিলে তিতুমীর কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রদের ওপরও হামলা করে আরিফুলের লোকজন।
গ্রেফতার হওয়ার আগে ডা. সাবরিনা ডেইলি গাজীপুরকে জানান,জেকেজি মালিকানা বা ব্যবস্থাপনার সাথে তিনি কখনই জড়িত ছিলেন না। তিনি গ্রেফতারকৃত ওভাল গ্রুপের মালিক আরিফুল চৌধুরীর স্ত্রী হওয়ায় তাকে মৌখিকভাবে চেয়ারম্যান বলে সম্বোধন করতেন। এই প্রতিষ্ঠানের সাথে তার লিখিত কোন চুক্তিভিত্তিক সর্ম্পক নেই।জেকেজির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন ডা. সাবরিনা। কেবল কভিড-১৯ বিষয়ক কিছু পরামর্শ দিয়ে সংস্থাটিকে সহযোগিতা করেছেন বলেও দাবি করেন তিনি। এর আগে গত ৪ জুন ডা. সাবরিনা তার স্বামী আরিফুলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে তেজগাঁও বিভাগের একটি থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here