দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে ময়ূর-২’ লঞ্চের মাস্টার বাশারকে গ্রেফতার করেছে র‌্যাব

0
202
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন: রাজধানীর অদূরে শ্যামবাজার কাঁঠপট্রি ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনার মামলার অভিযুক্ত অন্যতম আসামী এমভি ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশারকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
রোববার দিবাগত রাতে ঢাকার অদূরে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি সুজয় সরকার আজ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, গত ২৯ জুন বুড়িগঙ্গা নদীতে এমভি ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় মুন্সীগঞ্জ থেকে আসা অর্ধ শতাধিক যাত্রীবাগী লঞ্চ মর্নি বার্ড। এই ঘটনায় শিশু নারী সহ ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। লঞ্চডুবির ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে নৌ-পুলিশ।।মামলার আসামিরা হলেন-এমভি ময়ূর-২ এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা ও মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হোসেনসহ এই পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here