বংশালে গ্যাস লাইন বিস্ফোরণে শিশুর মৃত্যু, মা-বাবা ও বোন গুরুতর দগ্ধ

0
220
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর বংশাল কসাইটুলীর রাস্তায় গ্যাস লাইন বিস্ফোরণে এক শিশু নিহত হয়েছে। এঘটনায় অগ্নিদগ্ধ হয়েছে একই পরিবারের তার মা-বাবা ও বড় বোন। ঘটনাস্থলেই শিশু মইনুল (৩) মারা যায়। আর অগ্নিদগ্ধ হয়েছে তার বাবা জাবেদ হোসেন (৩০), মা শিউলি আক্তার (২৫) ও বোন জান্নাতুল ইসলাম (৪)।
তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে এদুর্ঘটনাটি ঘটে।
এদিকে, আজ বৃহস্পতিবার ডিএমপির বংশাল থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জানতে পেরেছি রাস্তার পাশের গ্যাস লাইন বিস্ফোরণ হয়। এতে একটি বাসার আংশিক দেয়াল ধসে পড়ে। বাসায় থাকা একই পরিবারের ৪ জন দগ্ধ হয়। ঘটনাস্থলেই মইনুল নামে তিন বছরের এক শিশু মারা যায়। এসময় অগ্নিদগ্ধ হয়েছেন তার বাবা জাবেদ হোসেন (৩০), মা শিউলি আক্তার (২৫) ও বোন জান্নাতুল ইসলাম (৪)।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন,পুলিশ ইতোমধ্যে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছে, বুধবার রাস্তায় গ্যাস লাইন মেরামত করে। সেখানে কেউ হয়তো সিগারেটের টুকরো ফেলেছে। এই কারণে বিস্ফোরণ ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এবিষয়ে আজ অগ্নিদগ্ধ জাবেদের ফুফু শিউলি বেগম গনমাধ্যমকে জানান, জাবেদ হোসেনের এলাকায় একটি ব্যাগ কারখানা রয়েছে। তার স্ত্রী গৃহিণী। পরিবার নিয়ে কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারের পাশের ওই বাসায় থাকেন।
এদিকে, আজ বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ওই প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদেরকে জানান, দগ্ধ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই গুরুতর বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here