এমপি ইসরাফিল আলম আর নেই

0
164
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য (এমপি) ইসরাফিল আলম আর নেই। আজ সোমবার সকাল ৬টা ২০ মিনিটে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইসরাফিল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় মেয়ে ইসরাত সুলতানা।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের এমপি ইসরাফিল আলমকে রাজধানীর একটি হাসপাতালে লাইফসাপোর্টে নেয়া হয়। তীব্র শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে হাসপাতালে ভেন্টিলেশনে নেয়া হয়।
৬ জুলাই অসুস্থতা নিয়ে তিনি প্রথম এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তার করোনা ধরা পড়ে। সেখানে কিছু দিন চিকিৎসা নেয়ার পর তিনি বাড়ি চলে যান। পরে তাঁর করোনা নেগেটিভ ফলাফল আসে। এ অবস্থায় গত ১৭ জুলাই আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here