আলোর দিশারী হয়ে পুলিশ বাহিনীর পাশে থাকবো — পুনাক সভানেত্রী জীশান মির্জা

0
263
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জীশান মির্জা বলেছেন, বিশ্বব্যাপী করোনা প্রার্দুভাবকালে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা মানুষের সেবায় নতুন ইতিহাস গড়ে তুলেছেন। আমরা মানসিক ভাবে শক্তি আর সাহস দিয়ে আলোর দিশারী হয়ে পুলিশ বাহিনীর পাশে থাকবো।
আজ বুধবার বেলা ১১ টায় রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুনাকের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পুনাকের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।
পুনাক সভানেত্রী জীশান মির্জা বলেন, এই করোনার সময় পুনাকের উৎপাদন কর্মী ও স্টাফরা পাশে ছিল বলেই পুনাকের কার্যক্রম অব্যাহত আছে। পুলিশ সদস্যের সন্তানদের আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণ প্রদানে সর্বাত্মক সহযোগিতা করার কথাও বলেন তিনি।
ঈদুল আজহা উপলক্ষে পুনাকের ৭৭ জন উৎপাদন কর্মী ও অফিস স্টাফদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন পুনাক সভানেত্রীসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।এসময় পুনাকের সাধারণ সম্পাদিকা খাদিজা ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here