টাংগাইল পৌরসভায় করোনায় আক্রান্তদের সুস্থতা কামনা ও সরকারি প্রণোদনার দাবি জানিয়েছে বিএ পিএস

0
230
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সরকারি ত্রাণ বিতরণ,কোভিড-১৯ সংক্রমণ রোধে জনসচেতনামূলক কাজ সহ নানাবিধ জনসেবামূলক কাজের দায়িত্ব পালন করতে গিয়ে টাংগাইল পৌরসভার ০৫ কাউন্সিলর ও ২০ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে। প্যানেল মেয়র ০১ এর অবস্থার অবনতি হওয়ায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি,জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চরম আতংক বিরাজ,পৌরসভায় জরুরী সেবা ব্যাতিত অন্যান্য সকল সেবা ৭ দিনের জন্য বন্ধ রেখেছে পৌর কর্তৃপক্ষ । আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করেছে বিএ পিএস। স্থানীয় সরকার বিভাগকে সরকার ঘোষিত প্রনোদনা প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান।
কাউন্সিলরদের মধ্যে যাহারা আক্রান্ত হয়েছেন: ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র -০১, সাইফুজ্জামান সোহেল,১৪ নং ওয়ার্ড কাউন্সিলর, কামরুল হাসান মামুন,১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল ওয়ারেস হুমায়ুন,০৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মিঞ্জু,০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইসমাইল হোসেন। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা আক্রান্ত শিব্বির আহাম্মেদ আজমী, সহকারী প্রকৌশলী ও সভাপতি,বিএপিএস,টাংগাইল জেলা,মিজানুর রহমান খান,সহকারী প্রকৌশলী (পানি),এ ইইচ এম জাহাংগীর আলম,উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ),বিষ্ণুপদ সরকার,প্রশাসনিক কর্মকর্তা,মোঃ শফিকুল ইসলাম,কর আদায়কারী,আনন্দ চক্রবর্তী,বাজার পরিদর্শক,আনিসুর রহমান,কঞ্জারভেন্সী ইন্সপেক্টর, মোঃ ইলিয়াস হোসেন, হিসাব সহকারী ,নুরে আলম ভাষানী,অফিস সহকারী,জুয়েল রানা,কম্পিউটার অপারেটর (মাষ্টার রোল),লাল মাহুমুদ, অফিস সহায়ক,আবু ছাইদ, অফিস সহায়ক,মোঃ আশ্রাফ, অফিস সহায়ক,আমিনুর রহমান,ক্সনশ প্রহরী, মোঃরাসেল (চুক্তিভিত্তিক), মোঃ মেহেদী(চুক্তিভিত্তিক), মোঃহাবিব(চুক্তিভিত্তিক), মোঃউজ্জল (চুক্তিভিত্তিক), শাহানুর(চুক্তিভিত্তিক),শাহিন (চুক্তিভিত্তিক)। আক্রান্তদের মধ্যে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র -০১, সাইফুজ্জামান সোহেল এর অবস্থার অবনতি হওয়ায় স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন । বাকী ২৪ জন নিজ বাসস্থানে হোম কোয়ারেন্টেনে রয়েছেন এবং ব্যক্তিগত ভাবে চিকিৎসা সেবা নিচ্ছেন।টাংগাইল পৌরসভা অফিস সূত্রে জানা যায় পৌর মেয়র মোঃ জামিলুর রহমান মিরন এর নির্দেশে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালের সহযোগিতায় প্রথম পর্যায়ে ১৪ মে পৌরসভার ৩৭ জন কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধি করোনার রিপোর্ট করার জন্য সেম্পল দিলে ১৭ মে সবার রিপোর্ট নেগেটিভ আসে। ২৩ জুলাই পুনরায় ১৭ জনের সেম্পল জমা দিলে ২৫ জুলাই ১০ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। একই দিনে আরো ১০ জনের সেম্পল জমা দিলে ৫ জনের রিপোর্ট পজিটিভি আসে। ২৬ জুলাই আরো ১৪ জনের সেম্পল জমা দিলে ১০ জনের রিপোর্ট পজিটিভ আসে ।আক্রান্ত হবার আতংকে অবশিষ্টরা করোনা টেষ্ট করাতে আর আগ্রহী হন নি। উক্ত পৌরসভায় ০১ মেয়র,২৪ জন কাউন্সিলর,স্থায়ী কর্মকর্তা-কর্মচারী ৭৪,মাষ্টাররোল ও চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে প্রায় ২০০ জন রয়েছে । এদের মধ্যে প্রায়৩০ জন কর্মকর্তা-কর্মচারী করোনার সিমটম নিয়ে বাড়ীতে হোম কোয়ারেন্টেনে থাকলেও করোনার রিপোর্ট করাননি।করোনার কারণে জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চরম আতংক বিরাজ করায় গত সোমবার হতে ০৭ দিনের জন্য পৌরসভায় জরুরী সেবা ব্যাতিত অন্যান্য সকল সেবা বন্ধ রেখেছে পৌর কর্তৃপক্ষ ।


আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করেছে বিএ পিএস ঢাকা বিভাগের সেক্রেটারী জেনারেল ম ই তুষার। এ পর্যন্ত সারা দেশের পৌরসভাগুলোতে ২৮ মেয়র,৫২ কাউন্সিলর ও ১৬৬ কর্মকর্তা-কর্মচারী করেনায় আক্রান্ত হয়ে নিজস্ব অর্থায়নে চিকিৎসা নিয়েছেন । এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ মেয়র,২৪ কাউন্সিলর ও ৭০ কর্মকর্তা-কর্মচারী । করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ০৩ কাউন্সিলর ও ০৪ কর্মকর্তা- কর্মচারী । যাবতীয় নাগরিক সেবার মান সচল রাখার স্বার্থে মাস শেষে বেতনভাতার শতভাগ নিশ্চয়তা প্রদানের ব্যবস্থা সহ করোনায় আক্রান্তদের এবং যারা মারা গেছেন স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে তাদের তালিকা প্রস্তত করে সরকার ঘোষিত প্রনোদনা ও ক্ষতিপূরণ প্রদান করার ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের মাননীয় মন্ত্রী ও সিনিয়র সচিব মহোদয়ের নিকট জোড়াল দাবী জানিয়েছে বিএপিএস।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here