গঠন হচ্ছে ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ’

0
205
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মতো গঠিত হতে যাচ্ছে ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ’। এই আইন পাস হলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্তৃপক্ষের আওতাধীন এলাকার মধ্যে কোনো ভবন নির্মাণ, পুনর্নির্মাণ, পুকুর বা কৃত্রিম জলাধার খনন, পুনর্খনন বা উঁচু ভূমি কাটা যাবে না। এ জন্য দিতে হবে নির্ধারিত ফি। ফি’র হার নির্ধারণ করবে কর্তৃপক্ষ। সংসদ ভবনে গতকাল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২০’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গাজীপুর শহর ও সন্নিহিত এলাকা সমন্বয়ে আধুনিক, সুপরিকল্পিত শিল্প ও আকর্ষণীয় পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে গত ১৮ ফেব্রুয়ারি এ বিলটি সংসদে উত্থাপিত হয়। পরবর্তী বৈঠকে চূড়ান্ত করে আগামী সংসদ অধিবেশনে প্রতিবেদন পেশের জন্য মতামত দিয়েছে সংসদীয় কমিটি। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
কমিটির সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, মো. মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান, বেগম ফরিদা খানম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে ১০ম বৈঠকের কার্যবিবরণী অনুমোদিত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here