১৫ আগস্টে ঢাকা-৫ আসনের তিন হাজার মানুষকে খাবার দিলেন রিপন

0
718
728×90 Banner

নিজস্ব প্রতিবেদক : আজ ১৫ আগস্ট। বাঙ্গালী জাতির সবচেয়ে গভীর শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে ঘাতকরা হত্যা করেছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারকে। এমন নিষ্ঠুর হত্যাকান্ড পৃথিবীতে অদ্বিতীয়। তাই এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যু বার্ষিকী হিসেবে পালন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ।
শনিবার সকাল ৮টায় ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপনের নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন নেতাকর্মীরা। তারপর সারাদিন ব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে বেলা ২টায় বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও তবারক বিতরণের আয়োজন করেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের এই শীর্ষ নেতা।
এরপর ঢাকা-০৫ আসনের ৬১ নং ওয়ার্ডের দনিয়া এলাকায় ৩০০০ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করেন কামরুল হাসান রিপন। এতিম, অসহায়, হতদরিদ্র, খেটে-খাওয়া, দিনমজুর, সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের মাঝে খিচুরী বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি। এসময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তার আগে শোক দিবস উপলক্ষ্যে দুপুর ১টায় মতিঝিল থানার আরামবাগ এলাকাতেও ১০০০ অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে খাবার বিতরণ করেন ঢাকা-০৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুল হাসান রিপন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here