শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: পলক

0
161
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলবদের পুরষ্কৃত করেছে বিএনপি-জামায়াত। তাদের প্রত্যক্ষ মদদ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২১ আগস্ট বর্বরোচিত হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা করা হয়। দেশের মানুষের দোয়া ও আল্লাহর রহমত বারবার শেখ হাসিনাকে রক্ষা করে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নাটোরের সিংড়া পৌরসভা চত্বরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের নেতাকর্মীদের স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, দেশের উন্নতি ও সমৃদ্ধির যে ভিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গড়ে দিয়েছেন তাতে বিশ্ব দরবারে বাংলাদেশ প্রশংসিত। শেখ হাসিনার সরকারের সাফল্যে ঈর্ষান্বিত বিএনপি-জামায়াত স্বাধীনতাবিরোধী চক্র এখনও তৎপরতা চালাচ্ছে। দেশের ভেতরে ও বাইরে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হলে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভেদ ভুলে দলের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এবং বিশেষ অতিথি হিসেবে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here