বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির উদ্দ্যোগে নৌকা ভ্রমন

0
323
728×90 Banner

মো: শাহজালালাল দেওয়ান: সাংবাদিকদের ব্যাস্ত জীবনর কাজ করতে করতে অনেক সময় হৃদয়-মন একঘেয়েমিতে ক্লান্ত ও নিরানন্দময় হয়ে ওঠে। তখন নতুনত্বের জন্য আমাদের মন ব্যাকুল হয়ে ওঠে। বাইরের আলো-বাতাস, প্রকৃতির শ্যামল সৌন্দর্য, নদী-নালা-খাল-বিলের বৈচিত্র্যের মাঝে একঘেয়েমি বিসর্জন দিয়ে জীবন প্রবাহে কর্মচঞ্চলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি গাজীপুর মহানগর ও বাসন থানা কমিটির উদ্যোগে নৌকা ভ্রমন ও পিকনিকের আয়োজন করা করেছে। গত বুধবার সকাল ৯ টকয় গাজীপুর কড্ডা ব্রীজ থেকে কালিয়াকৈর মখস বিলের একটি দ্বীপে এ পিকনিকের আয়োজন করা হয়।


নৌকা ভ্রমন ও পিকনিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির প্রতিস্টাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি গাজীপুর জেলা সাধারণ সম্পাদক সাগর আহমেদ। গাজীপুর মহানগর সভাপতি আব্দুল হালিম খান সাধারণ সম্পাদক আশরাফুল মন্ডল, সহ-সভাপতি শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহজালাল দেওয়ান,সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান তুহিন,বাসন থানা সভাপতি জুয়েল সরকার, কার্যকরী সভাপতি মান্নান, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মনজুর আলম সরকার,সাংগঠনিক সম্পাদক পাপ্পু সরকার,সাংবাদিক মমিন,রাজু আহমে, মুন্নি আক্তার, সান্তনা ফরাজী,সিনথিয়া পারভিন পল্লবি সহ গাজীপুর মহানগর ও বাসন থানার অর্ধ শতাধিক সাংবাদিক এই নৌকা ভ্রমনে অংশ গ্রহন করেন।
সকাল আটটার মধ্যে সকল সাংবাদিকবৃন্দ গাজীপুর চৌরাস্তার কড্ডা ব্রিজের সমবেত হয় শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে তুরাগ নদীর তীর ঘেষে নৌকা ধীরে ধীরে ছুটে চলে মকস বিলের উদ্দ্যেশে। সৌন্দর্যে গাজীপুরের পুরো এলাকা অতুলনীয় হলেও মকস বিলের সৌন্দর্যের মাত্রাটা একটু ভিন্ন। শাল-গজারি কিংবা আকাশমনির বাগান পেরিয়ে মকস বিল এলাকায় পা রাখলে চোখ আটকে যায় বেড়িবাঁধের পাশে সারি সারি চরক জালে। প্রচন্ড রোদের মাজেও মিউজিকের তালে তালে নৌকায় সকল সাংবাদিক বৃন্দ কেউ গান পরিবেশন, কেইবা নৃত্য আর কৌতুক পরিবেশনের মধ্য দিয়ে বকস বিলে পৌছে রান্নার আয়োজন তারপরে নদিতে ঝাপ দিয়ে গোসল করা সে যেন এক অন্য রকম অনুভুতি। এরপর সন্ধ্যায় আবার আমাদের নৌকা গাজীপুরের কড্ডার উদ্যোশে রওনা হয় রাত ৯ টার মধ্যে আমরা সবাই যার যার বাসায় পৌঁছে যাই। বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি গাজীপুর মহানগরের সভাপতি হালিম খান বলেন ইতিমধ্যে আমরা বাসন ও গাছা থানা নৌকা ভ্রমন আয়োজন করেছি, পর্যাক্রমে আমরা গাজীপুরের বাকি থানা এবং মহানগরের সকল সাংবাদিক মিলে ব্যাপকহারে আবারো নৌকা ভ্রমণের আয়োজন করব।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here