
নড়াইল প্রতিনিধি: নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অগ্নি নির্বাপন, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল পুলিশ লাইন্স মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। এসময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) বার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মোঃ শামীমুল ইসলাম, স্টেশন অফিসার শেখ আহাদুজ্জামানসহ পুলিশ বিভাগ ও ফায়ার সার্ভিস ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এসময় ফায়ার সার্ভিসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে অগ্নি নির্বাপন, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক বিভিন্ন বিষয় উপস্থাপন করেন নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ।
কালিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু
নড়াইলের কালিয়ায় গরুর খাবারের জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে তৌছিক গাজী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কলাবাড়িয়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টের এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হায়দার আলী গাজীর ছেলে।
জানা যায়, প্রতিদিনের মত তৌছিক তার পালিত গরুর খাবারে জন্য বাড়ির পাশের বিল থেকে ঘাস কেটে নিয়ে নিজ বাড়িতে রওনা হয়। তখন একটি মাছের ঘেরের পাড়ে পৌঁছালে সেখানে পূর্ব থেকে টাঙ্গানো থাকা বিদ্যুতের তারে জড়িয়ে সে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল মর্গে পাঠানো হয়েছে।’






