করোনা-গবেষণা ও কল্পনা (পূর্বে প্রকাশিতের পর)-৪

0
247
728×90 Banner

শেখ আবদুস ছালাম : সামান্য করোনার কতো শক্তি।
একটি ভাইরাস মাত্র। এর ভয়ে দুনিয়ায় বড়ো বড়ো ক্ষমতাধরদের বিনিদ্ররজনী কাটছে। সর্বশক্তি নিয়োজিত করেও একে দমন করা যাচ্ছে না। সারা দুনিয়া কাঁপিয়ে তুলেছে। এ ভাইরাস আমাদের সকলের জন্যই সর্তকবার্তা। মানবজীবনকে পরিচ্ছন্ন ও মানবতাবোধ জাগ্রত করার একটি আদেশ প্রক্রিয়া। কেমন ভয়ংকর অবস্থা হলে পিতার শেষ কৃত্যে সন্তান, ভাইয়ের শেষ কৃত্যে ভাই, সন্তানের শেষ কৃত্যে পিতা-মাতা এবং স্বজনরাও অংশ নিতে পারছে না। সারা দুনিয়া “লক ডাউন” হয়ে পড়েছে। প্রযুক্তির সুবাদে ঘরে বসেই সব খবরাখবর কুশলাদি বিনিময় হচ্ছে। অবশ্য এটাও মানুষের বিশেষ অর্জন। কতো অসহায় হলে শীর্ষ ব্যাক্তিরাও অতি আপন স্বজনকে আইসোলেশনে নিলে কাছে যেতে পারেন না। ক্ষমতা, সম্পদ, টাকা-কড়ি জিরো। শুধু বোবা কান্না ছাড়া কিছু করার নেই। এক সামান্য ভাইরাসের অসামান্য ক্ষমতার কাছে সারা দুনিয়া জিম্মি হয়ে পড়েছে। বিশ্বকে করোনা হাপিয়ে তুলেছে। এতো বড়ো বিপর্যয় বিশ্ব ব্যাপি আগে কখনো হয়েছে বলে জানা নেই। এই সেই করোনা যে কাউকে করুণা করছে না।
প্রিয় বস্তু ত্যাগেও মানুষ প্রস্তুত কিন্তু করোনা হতে রেহাই আসছে না। যাকে স্পর্শ করে সে সহ পুরো পরিবার আত্মীয়-স্বজন ও এলাকার বন্ধু-বান্ধব কেহই কোনো কজে আসছে না। পরাশক্তিধর রাষ্ট্রগুলো হাক ছেড়ে সৃষ্ঠিকর্তার ওপর ভরসা করছে। ইতালীর প্রধান মন্ত্রি তার রাষ্ট্রের সকল অর্গানব্যবহার করে ব্যর্থ হয়েছেন। তিনি অসহায় ভাবে আকাশের মালিকের ওপর আত্মসমর্পন করেছেন। বিজ্ঞানের অসহায়ত্ব আরেকবার প্রমাণ হলো। গবেষণায় প্রতিষেধক তৈরি করা সম্ভব হচ্ছে না। করোনা অসংখ্য বার তার রূপ পরিবর্তন করে আক্রমণ করেছে।
চিকিৎসকদের অবস্থা
সারা দুনিয়ার সব চিকিৎসক হিমশিম খাচ্ছেন। অনেক চিকিৎসক চিকিৎসা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন, অনেকে আক্রান্ত হয়ে আইসোলেসনে আছেন, আনেকে কোয়ারেন্টাইনে আছেন। অবস্থা এতো খারাপ ও নাজুক যে, সেই প্রবাদের কথাই মনে করিয়ে দেয়। কুইনাইন জ্বর সারাবে কুইনাইন সারাবে কে?কেউ বলতে পারছে না এর শেষ কোথায়। ইতোমধ্যে লক্ষ লক্ষ ব্যবস্থা নিয়ে চিকিৎসক-গবেষক নিরন্তর প্রচেষ্ঠা চালাচ্ছেন। তবু কুল-কিনারা হচ্ছে না। চিকিৎসকদের প্রতি করোনা চটে যাচ্ছে মনে হয়। উপায় তো একটা বের হবে ইনশাল্লাহ্। সেটি কী ধরনের হতে পারে বা কেমন হওয়া উচিৎ। এ ব্যাপারে পবিত্র কোরআনের নির্দেশ খুঁজে দেখা প্রয়োজন। আল্লাহ্ বলেন, “তোমরা বাড়াবাড়ি করো না।” অর্থাৎ মানবজাতি আজকে সব ব্যাপারেই বাড়াবাড়ি করছে। এটা বন্ধ করতে হবে। করোনা অবস্থা দেখে পবিত্র কোরআনের বহু বাক্যের মধ্যে একটি খুব বেশি মনে পড়ে। মহান আল্লাহ বলেন, তোমাদের সন্তান-সন্তুতি, টাকা-পয়সা, ধন-দৌলত, আত্মীয়-স্বজন কোনো কাজেই আসবে না।
করোনা ভাইরাসের কারণ অনুসন্ধান
ইহকাল-পরকালে এ কথার চেয়ে আর কী-ই বলার আছে। করোনার আঘাতে আমাদেরকে ইহজগতেই বুঝিয়ে দিলো কেউ করো কাজে আসে না। পরজীবনে তো আরও ভয়াবহ হবে। দুনিয়া শষ্য ক্ষেত্র। এখানেই শষ্যবাজারে শষ্যসমাহার থাকতেও কোনো শষ্যই কাজে আসছে না। আর পরজীবনে তো উৎপাদন বন্ধ। শুধু কর্মের হিসেব দিতে হবে। ওখানকার অবস্থা ভাবলে করোনা খুব বড়ো কিছু না। একে ভয় পাওয়াটা কোনো সুজনের লক্ষণ নয়। আজকের দিনে মানুষ তো শুধু করোনাকেই চেনে। করোনা সৃষ্টিকর্তাকে চেনেন না। চেনার চেষ্টাও করেন না। এ সব ধারণা প্রাচিন কলের মানুষের ধারনার সাথে সাযুজ্য। প্রচিনকলে বন্যা, দুর্যোগ, মহামারিকে শক্তিমান সত্ত্বা ভেবে ওই সব থেকে রেহাই পাবার জন্য ওই সব প্রতিক‚ল বিষয়কেই প্রর্থনার উপযুক্ত করে নিতো। খরা, অতিবর্ষণ বা যে কোনো দুঃসময়কেই তারা শক্তিমান মনে করে ওই সময়কে ভিত্তি ধরতো আর প্রার্থনা বা আর্চনা করতো। সাগরকে বা নদীকেও স্রষ্টার সমতুল্য ভাবতো। বর্তমান সুজনেরা দুর্যোগ বা মহামারিকে ভিত্তি ধরে তাকে রোধ করার কৌশল খুঁজে খুঁজে পেরেশান হয়ে পড়ছে। একটার সুরাহা না করতেই আরেক ভাইরাস বা নতুন সমস্যা এসে হাজির হয়ে গোটা মানব জাতিকে বিপর্যস্ত করে তুলছে।
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয়, রোগ নির্ণয় করাই রোগ নিরাময়ের অর্ধেক সফলতা (praper diognesis is half treatment) যে কোনো বিষয়ের অন্তর্নিহিত কারণ উদঘাটন না করা গেলে তার সমাধান হবে সাময়িক। একটা সমাধান করলে আরেকটা প্রবল-প্রচন্ড প্রতাপে মানবজাতিকে কুপোকাত করবে। এটাই নিয়তি বা প্রকৃতির অলংঘনী বিধান। যে দিক নিয়ে আলোচনা করতে ছিলাম তা-ই বলার চেষ্টা করছি। সমস্যা সমাধানে দুনিয়াব্যপী তৎপরতা চলছে। গবেষণায় ভিন্নতা দেখা গেলেও মূল লক্ষ এক ও অভিন্ন। করোনাকে নির্মূলের একান্ত প্রয়াস। সংকট আরো গভীরে। সচেতনতার প্রকোপ অন্যত্র ক্রিয়াশীল।
হাতের
সীমালংঘন নিয়েই কথা বলছিলাম। স্বয়ংক্রিয় মানবদেহের প্রধান কর্মের হাতিয়ার হলো হাত। এ হাত দ্বারাই সীমালংঘিত হয় তা আগেই উল্লেখ করা হয়েছে। যে হাত দ্বারা সীমালংঘিত হয় সে হাতকে ধোয়ার জন্য সকল মহল সোচ্চার। হাত ধোয়াকে রূপক বা প্রেসক্রিপসন মনে করে যদি হাতকে পরিচালন যন্ত্রটি অর্থাৎ মস্তিষ্কটি পরিষ্কার করা যায় তা হলে কার্যকর ফল আসবে। ডাক্তার তার প্রেসক্রিপশনে ঔষুধের নাম লিখে দিলেন। রোগি যদি ওটা পকেটে রাখে বা আলমারীতে ফাইলবন্দী করে রাখে কিন্তু ঔষধ না ব্যবহার করে তা হলে রোগ সারবে না বরং রোগ বাড়বে। হাত ধোয়ার ব্যাপারটিও তা-ই। হাত তো ধুতেই হবে পাশাপাশি মন থেকে সমস্ত পাপ কাজ ধুয়ে মুছে দিতে হবে। তা হলেই করোনা হোক বা মরোনা হোক, বেহাই মিলবে। তা না হলে ধারাবাহিক ভাবে ওই সব ভাইরাস নামক শাস্তির হাত থেকে রেহাই মিলবে না। সৃষ্টিকর্তাকে আস্থায় এনে, পাপের জন্য, ভুলের জন্য বিনীত ক্ষমা প্রার্থনা করলে এবং সকল মন্দ কাজ হতে বিরত থাকলে কোনো করোনাই মানুষের সমস্যা করতে পারবে না। কারণ মানুষ সৃষ্টির সেরা জীব। মহান আল্লাহ্র প্রিয় সৃষ্টি। স্রষ্টা কখনো সৃষ্টিকে ধংস করেন না। যতোক্ষণ না সৃষ্টি স্রষ্টার সীমালংঘন করে।
চতুর্থ ঢেউ (Forth Wave) ও করোনা বিশ্ব যখন প্রযুক্তিতে আরও একধাপ এগিয়ে নতুন উদ্ভাবনের সাথে তাল মেলাতে আহবান জানচ্ছে তখন করোনার প্রাদুর্ভাবে আপাত দৃষ্টিতে ঢেউ থেমে গেছে। সবাই চতুর্থ ঢেউকে স্বাগত জানাতে যখন উন্মুখ ও প্রস্তুত তখন করোনার অপ্রত্যাশিত আগমন। অবশ্য এর জন্য পুরো বিশ্ব প্রস্তুত ছিলো না। সবার ধারণা মানুষ অনেক অসাধ্য সাধন করে ফেলেছে। সুনামী, টর্নেডো ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে পূর্বাভাস থাকে। সে মতে প্রস্তুতিও থাকে। প্রস্তুতি দেখে ওই সব দুর্যোগ হতাশ হয়ে ফিরে যায়। ভ‚মিকম্পের পুরো পূর্বাভাস দিতে না পারলেও ভূমিকম্পন প্রবণ এলাকা চিহ্নিত করা এবং ভ‚-কম্পনের একটা খসড়া সময় নির্ণয় করা আয়ত্বে নিয়ে আসা হয়েছে। এ সব-ই তৃতীয় ঢেউয়ের ফসল। মানুষ আশা করেছিলো চতুর্থ ঢেউটিতে তারা সবাই সুপার পাওয়ার বা এ ধরণের কিছু একটা পেয়ে যাবে। কিন্তু তার আগেই বেরসিক করোনা সবার মাথা ঘুরিয়ে দিয়েছে।
চতুর্থ ঢেউয়ে মানুষের আশা ছিলো কম্পণাতীত। ধরুন আপনি আমেরিকা যাবেন। এখন সময় লাগে ষোলো-বিশ ঘন্টা। অনেকের ধারণা ছিলো চতুর্থ ঢেউয়ে আমরা ফ্যাক্স হয়ে এক/দেড় মিনিটে আমেরিকা চলে যাবো। অথবা দেহে বিশেষ চুম্বক লাগিয়ে চুম্বকীয় আকর্ষণে বাতাসের আগে আগে মুক্ত বিঙ্গের মতো ওড়ে ওড়ে আমেরিকা চলে যাবো। আবার অনেকের ধারণা ছিলো মানুষ অদৃশ্য হয়ে অস্তিত্বশীল থাকবে। ভৌতিক পোশাকে বিপদে অদৃশ্য হযে থাকতে পারবে। দুনিয়ার খাবার না খেয়ে ভিন্ন গ্রহের খাবার খাবে, সুস্থ থাকবে। আকাশের ওপরে শুন্যে ঘর বানাবে, উৎসবের সময় ছায়াপথ বø্যাকহোলে বেড়াতে যাবে। ধোঁয়া ধূলার পৃথিবীকে পরিত্যাক্ত ঘোষণা করে সৌরমন্ডলের বাইরে বসতি গড়ে তুলবে। দুনিয়াকে আর্কিলজিক্যাল বা প্রতœতত্ত¡ নিদর্শন হিসেবে কদাচিৎ দেখে যাবে। মানুষের সমস্যায় চিন্তার গুচ্ছগুলোই সমাধানের পথ বাদলে দেবে। শাসনকর্তারা নভোমন্ডলে নতুন রাজত্ব গড়ে তুলবে। যেখানে তাদের হুকুমে সব সজীব হয়ে ওঠবে, শাসকদের বিরুদ্ধে বলার কেউ থাকবে না। তাদের চিন্তায় যা আসবে অন্যান্য প্রাণিক‚ল ওই চিন্তায় তৎক্ষণাৎ সংক্রমিত হবে। তাদের ভাষণ-বক্তৃতা, বিবৃতির কোনো দরকার হবে না। শাসকরা সুপার পাওয়ারের চেয়ে ১০,০০০০ গুণ বেশি পাওয়ারফুল থাকবে। তারা মৃত্যুহীন জীবন লাভ করবে। তাদের ইশারা ও লাগবে না। তারা বেশুমার ক্ষমতার অধিকারি হবে। শাসকদের গতিহবে অদৃশ্য রকমের। আলো দেখা যায়। আলোর গতি তাদেরকে ধরতে পারবে না। কয়েক হাজার কোটি বছরেও আলো তাদের এক সেকেন্ডের লক্ষ ভাগের একভাগ গতির সমান হবে না। অমর শাসকগণ নভোমন্ডলের যত্রতত্র বিচরণ করতে পারবে। তার মধ্যে কোথাকার কোন করোনা এসে সব লন্ডভন্ড করার সাহস দেখাচ্ছে। এবার এ করোনার মৃত্যুদন্ড কার্যকর করার জন্য সব কিছু লকডাউন করে দেওয়া হয়েছে। করোনা এখন বন্দী। এর বিচার কাজ চলছে। চিকিৎসা আদালতে বিচারের শুনানী হচ্ছে। বিজ্ঞানীরা উকিল হিসেবে শুনানীতে অংশ গ্রহণ করছে। করোনা নির্মূল, ভ‚মন্ডল আদালতে এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি ওঠেছে। ইতোমধ্যে হাজার-হাজার মানুষ মৃত্যুবরণ করছে, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে আর দুনিয়ার সকল মানুষ আকঙ্কগ্রস্ত হয়ে স্বেচ্ছায় বন্দীত্ব বরণ করে করোনার মৃত্যু বা ফাঁসি কার্যকরের প্রহর গুণছে।
করোনার কারণে বিশ্ববাসীর যে ক্ষতি হয়েছে তা আদায় করার কৌশলে অর্থনীতিবিদগণ নির্ঘুম রাত কাটাচ্ছেন। হিসাব রক্ষকগণ হিসাব কষে কষে ক্লান্ত পরিশ্রান্ত। এ ঘাতক করোনা মানুষের রুজি-রোজগার পর্যন্ত বন্ধ করে দিয়ে দুনিয়ার সব বিজ্ঞান-প্রযুক্তিকে অসাড় করে দিয়েছে। দুনিয়ার সব আয়োজন ব্যর্থ করে সারা দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো দুনিয়ার মান্যবর ব্যক্তিদেরকে জনগণ হতে বিচ্ছিন্ন করে দিয়েছে। চতুর্থ ঢেউ কোথায় যেনো হারিয়ে গেলো। এরই নাম কপাল বা নিয়তি।
আগেই বলেছি নিয়তি-নিয়ন্তা হলেন মহান সৃষ্টিকর্তা। নিমিষে সব সুনামী, টর্নেডো, ঘূণিঝড়, ভূ-কম্পণ সৃজন ও স্তব্ধকরণের শক্তি একমাত্র তাঁর কাছে সংরক্ষিত। তার ইচ্ছার কাছে সবই পরাভ‚ত। আমরা বুঝি বা না বুঝি তাতে তাঁর কিছুই যায় আসে না। যেখানে স্বেচ্ছাচারিতা, নির্লজ্জ্বতা, বেহায়াপনা, জিনা ইত্যাদিকে মানুষ স্বাভাবিক মনে করে সেখানেই মহান আল্লাহ্র ক্রোধ নিপতিত হয়। আল্লাহ্ পবিত্র। তিনি পবিত্রতাকেই ভালোবাসেন। বর্তমান বিশ্ব পবিত্রতা কতোটুকু রক্ষা করেছে করোনা সেটিই বোঝাচ্ছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ্ বলেন, দুনিয়ার সকল মানুষ একযোগে একত্র হয়ে কারো উপকার করার চেষ্ঠা করলে তা হবে না যতোক্ষণ আল্লাহ না চাইবেন, অনুরূপ দুনিয়ার সকল মানুষ একযোগে একত্র হয়ে কারো ক্ষতি চাইলেও তা কারতে পারবেনা যতোক্ষণ আল্লাহ্ না চাইবেন। সুস্পষ্ঠ কিতাবে সবই বর্ণনা করা হয়েছে মানুষ যদি শিক্ষা না নেয় তা হলে তার কর্মফল অবশ্যই ভোগ করবে দুনিয়া ও পরকালে। করোনা প্রতিরোধে সারা দুনিয়া ডিসেম্বরের শেষ সপ্তাহ হতে একযোগে কাজ করে চলেছে। কিন্তু করোনাকে ঘেরাও করা হলে ওই মরণশক্তি রূপ বদলিয়ে সকলকে ফাঁকি দিয়ে তার কাজ করে চলেছে। ( চলবে )

লেখক: শেখ আবদুস ছালাম ( প্রাক্তন প্রধান শিক্ষক)
টঙ্গীস্থ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়,গাজীপুর মহানগর।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here