
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। পূজামন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস, উপজেলা পূজা ঊদযাপন কমিটির সভাপতি অজন্ত ভদ্র, পুলিশ উপ-পরিদর্শক জসিম উদ্দিন,সাংবাদিক সঞ্জয় সাহা প্রমুখ। উল্লেখ্য, এ বছর নবীনগর উপজেলায় ১১৮টি মন্ডপে পূজা উদযাপন হচ্ছে।






